বিখ্যাত হলিউড অভিনেতা ব্র্যাড পিটের মা জেন পিট মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘকাল ধরে ছেলে ব্র্যাড পিটের সঙ্গে বিভিন্ন রেড কার্পেট অনুষ্ঠান এবং উচ্চ পর্যায়ের আয়োজনে উপস্থিত হয়ে তাঁকে সমর্থন জানিয়ে আসছিলেন। এখন পর্যন্ত জেনের মৃত্যুর সঠিক কারণ প্রকাশ করা হয়নি।
ব্র্যাড পিটের ভাতিজি সিডনি পিট ইনস্টাগ্রাম পোস্টে দাদিকে হারানোর বার্তা জানিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, ‘আমার প্রিয় গ্র্যামি, জেন এতা, তোমাকে যেতে দিতে আমরা এখনই প্রস্তুত ছিলাম না। কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে, তুমি এখন স্বাধীন। তুমি এখন গাইতে, নাচতে আর ছবি আঁকতে পারবে।
জেনের উদারতার কথা স্মরণ করে সিডনি পিট লেখেন, ‘যারা গ্র্যামিকে চিনতেন, তারা জানেন তার হৃদয় সবচেয়ে বড় ছিল। কোনো প্রশ্ন ছাড়াই সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসতেন। তিনি আমাকে আঁকতে শিখিয়েছেন, শক্ত হতে শিখিয়েছেন, সদয় নেতৃত্ব দিতে শিখিয়েছেন, সব কিছুর মাঝেও যিশুকে ভালোবাসতে শিখিয়েছেন, আর সবচেয়ে ছোট জিনিসগুলোতেও আনন্দ খুঁজে নিতে শিখিয়েছেন। শুধু আমাদের হাসানোর জন্য সবচেয়ে মজার সব খেলা বানিয়ে ফেলতেন, আর ন্যায়পরায়ণতায় বিশ্বাস করতেন তিনি।
উইলিয়াম এলভিন পিট ও জেন এতা পিট দম্পতির তিন সন্তান। তারা হলেন—ব্র্যাড পিট, ডগলাস পিট ও জুলি পিট। সবার বড় ব্র্যাড পিট। হলিউডের দাপুটে অভিনেতা ব্র্যাড পিট অভিনয়ে আসলেও বাকি দুই ভাই-বোন এই অঙ্গনের মানুষ নন।
ব্র্যাড পিটের মায়ের মৃত্যুর খবরে শোক জানাচ্ছেন তার অনুরাগী ও সহকর্মী তারকারা।
তবে মায়ের মৃত্যুতে ব্র্যাড পিটের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এসএন