রণবীর কাপুর ভক্তদের জন্য সুখবর! আসছে ২৮ সেপ্টেম্বর, অভিনেতার জন্মদিনে প্রকাশ পেতে যাচ্ছে সঞ্জয় লীলা ভনসালির বহুল প্রতীক্ষিত রোমান্টিক মহাকাব্যিক ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝলক। যদিও ছবিটি মুক্তি পেতে এখনও অনেক দেরি, তবে এই ‘ফার্স্ট লুক’ পোস্টার বা টিজার নতুন করে উত্তাপ ছড়াবে বলিউড অঙ্গনে।
সঞ্জয় লীলা ভনসালির পরিচালনায় তৈরি এই চলচ্চিত্রে রণবীর কাপুরের সঙ্গে রয়েছেন আলিয়া ভাট এবং ভিকি কৌশল। সিনেমাটি রোমান্স আর যুদ্ধের আবহকে একসাথে মিশিয়ে এক আধুনিক প্রেমগাথা তুলে ধরবে বলে সূত্রের খবর।
ভিতরের খবর বলছে, টিজারটিতে রণবীর কাপুরের চরিত্রের গাঢ় আবেগ, দ্বিধা এবং ‘গ্রে শেড’-এর একটি গভীর ও রহস্যময় রূপ তুলে ধরা হবে।
এটি হতে পারে একক পোস্টার, আবার হতে পারে তিন তারকার যুগলবন্দী, যে কোনও ফরম্যাটেই তা দর্শকের কৌতূহল বাড়াবে নিশ্চিতভাবে।
এই মুহূর্তে মুম্বাইয়ে জোরকদমে চলছে সিনেমার শুটিং। চলতি মাসেই রণবীর এবং ভিকির মধ্যে কিছু বিশাল পরিসরের শোডাউন দৃশ্য ধারণ করার কথা রয়েছে। ইতোমধ্যে ১০০ দিনের বেশি শুটিং শেষ হয়েছে, বাকি প্রায় ৯০ দিনের মতো। পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ চিত্রগ্রহণ শেষ করার লক্ষ্য রয়েছে পরিচালকের।
প্রথমে ঠিক করা হয়েছিল সিনেমাটি ২০২৬ সালের ২৬ মার্চ মুক্তি পাবে। তবে প্রোডাকশন শিডিউল ও টেকনিক্যাল দিক বিবেচনা করে মুক্তির তারিখ কিছুটা পিছিয়ে যেতে পারে বলেও ইঙ্গিত মিলেছে সংশ্লিষ্ট সূত্র থেকে।
রণবীর-আলিয়া-ভিকি, এই তিন তারকার উপস্থিতি, সঙ্গে ভনসালির বিশাল ক্যানভাস ও গভীর আবেগময় গল্প, সব মিলিয়ে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ইতোমধ্যেই বলিউডের অন্যতম আলোচিত এবং প্রতীক্ষিত প্রজেক্টে পরিণত হয়েছে। আর ভক্তদের অপেক্ষার প্রহর শুরু হচ্ছে এ বছরের ২৮ সেপ্টেম্বর থেকেই।
এমআর