অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল খাবারে বিষক্রিয়া নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার বন্ধু এবং অভিনেতা করণ বীর মেহরা বিষয়টি নিশ্চিত করেছেন। শেহনাজের অসুস্থতার খবর শুনে তার অসংখ্য ভক্তের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
অভিনেতা করণ বীর মেহরা ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান যে, শেহনাজ এখনও পুরোপুরি সুস্থ নন। তিনি গত ৪ আগস্ট হাসপাতালে গিয়ে শেহনাজের সঙ্গে দেখা করেন।
করণ বলেন, ‘ওর শরীরটা মোটেও ভালো ছিল না। আমরা কয়েকজন বন্ধু একসঙ্গে সময় কাটাচ্ছিলাম, শেহনাজও সেখানে ছিল। আর তার পরদিন সে হাসপাতালে ভর্তি হয়।’
করণ আরও জানান যে, চিকিৎসকরা খাবারে বিষক্রিয়াকে গুরুতর ভেবে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তার কথায়, ‘যখন আমি শেহনাজকে দেখতে গেলাম, সে ভালো বোধ করছিল না। তবে আমি নিশ্চিত যে পর্যাপ্ত বিশ্রাম আর ওষুধে সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।’
করণ তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেহনাজের সঙ্গে একটি ভিডিও শেয়ার করে তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং ভক্তদের কাছে শেহনাজের জন্য প্রার্থনা করতে অনুরোধ করেন। ভিডিওতে দেখা যায়, শেহনাজ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এবং তার হাতে স্যালাইন চলছে।
প্রসঙ্গত, পাঞ্জাবি বিনোদন জগৎ থেকে উঠে আসা শেহনাজ গিল 'বিগ বস ১৩' অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান। সেখানে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার সম্পর্ক নিয়েও বেশ আলোচনা হয়।
এদিকে, করণ বীর মেহরা তার বলিউড অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন। তিনি পরিচালক ওমুং কুমারের পরবর্তী ছবিতে অভিনেতা হর্ষবর্ধন রানে এবং সাদিয়া খাতিবের সঙ্গে অভিনয় করবেন। করণ গত জানুয়ারি মাসে 'বিগ বস ১৮'-এর বিজয়ী হয়েছিলেন। শেহনাজের দ্রুত সুস্থতা কামনা করে ভক্তরা সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট দিচ্ছেন।
এফপি/টিএ