টলিউডে অপেক্ষার অবসান ঘটাতে তৈরি হচ্ছে ‘মির্জা ২’, যেখানে জমজমাট সংঘর্ষ দেখা যাবে পর্দায়। প্রথম পর্বের কৌশিক গঙ্গোপাধ্যায়ের অনুপস্থিতিতে এবার যিশু সেনগুপ্ত ফিরছেন একেবারে ভিন্ন রূপে, দুর্ধর্ষ খলনায়কের চরিত্রে।
প্রথম পর্বে কৌশিকের মৃত্যুর পর সিক্যুয়েলে যিশু তার জায়গা নেবেন, যা শ্রোতরা আগেই নিয়ে উত্তেজনায় ভাসছে। অভিনেতা অঙ্কুশ হাজরা নিজেই নিশ্চিত করেছেন, “যিশুদা আবারও দুর্দান্ত খলনায়ক হয়ে আমার বিপরীতে থাকবেন এবং মির্জাকে সমান টক্কর দেবেন।”
পরিচালনা নিয়ে পূর্বে কিছু জল্পনা থাকলেও এখন স্পষ্ট হয়ে গেছে, সুমিত-সাহিল জুটি আগের মতোই ছবির পরিচালনায় থাকবেন। প্রযোজনার দায়িত্বে থাকবেন সানি ঘোষ রায় ও স্নিগ্ধা বসু। নায়িকা হিসেবে আবারও থাকছেন ঐন্দ্রিলা সেন, যাঁর চরিত্র এবার আরও বেশি অ্যাকশনপূর্ণ হবে, যা ছবিতে নতুন মাত্রা যোগ করবে।
বলিউডে সফলতা অর্জনের পর যিশুর বাংলা ছবিতে প্রবেশ নিঃসন্দেহে ‘মির্জা ২’র প্রতি দর্শকদের আগ্রহ ও উত্তেজনা কয়েকগুণ বৃদ্ধি করেছে।
নতুন বছরের শুরুতেই শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে, যা টলিপাড়ায় চরম উত্তেজনার সৃষ্টি করেছে।
এমআর