বাংলা ছবির ভবিষ্যৎ কি সত্যিই হুমকির মুখে? আগামী সপ্তাহেই প্রেক্ষাগৃহে মুখোমুখি হতে যাচ্ছে দুই প্রভাবশালী ছবি, টলিউডের ‘ধূমকেতু’ এবং হিন্দি ভাষার ‘ওয়ার ২’। সুপারস্টার দেব ও শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবিটি যেমন আবেগ ও প্রত্যাশা ঘিরে তৈরি করেছে, ঠিক তেমনি বলিউডের হৃতিক রোশন এবং কিয়ারা আদভানীর ‘ওয়ার ২’ আনছে বিপুল বাজেটের ঝড়।
এই সংঘাত কেবল বাণিজ্যিক নয়, সাংস্কৃতিকও। কারণ, এবার আর প্রেক্ষাগৃহের 'শো ভাগাভাগি'কে মেনে নিতে নারাজ টলিউড। একত্রিত হয়েছেন সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, দেব, প্রসেনজিৎ, নিসপাল সিংহ রানে, শ্রীকান্ত মোহতা সহ বাংলা চলচ্চিত্র জগতের শীর্ষ তারকা, নির্মাতা ও প্রযোজকেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো চিঠিতে তারা স্পষ্ট বার্তা দিয়েছেন, বাংলা ছবিকে আর প্রান্তিক করা যাবে না।
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ভাষায়, “এটা কেবল ‘ধূমকেতু’ নয়, এই প্রতিবাদ বাংলা ছবির সামগ্রিক ভবিষ্যতের স্বার্থে।” অতীতে ‘পাসওয়ার্ড’, ‘লক্ষ্মী ছেলে’, ‘গুডবাই মাউন্টেন’, ‘ডিয়ার মা’-এর মতো একাধিক ছবি মাত্র এক বা দুই সপ্তাহেই প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বড় বাজেটের হিন্দি ছবির চাপে। এ অভিজ্ঞতা এবার আর চুপচাপ সহ্য করতে রাজি নন কেউ।
প্রযোজক রানা সরকারের মতে, “সব সময় দেব একা লড়াই করেছে বাংলা ছবির হয়ে। এবার আমরা সবাই একসঙ্গে।” পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী আরও কঠোর ভাষায় বলেছেন, “মহারাষ্ট্রে তো এই বৈষম্য দেখা যায় না, তবে বাংলায় কেন হবে?”
৭ আগস্ট অনুষ্ঠিতব্য বৈঠকের দিকে এখন তাকিয়ে গোটা ইন্ডাস্ট্রি। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী অরূপ বিশ্বাস, যিনি ইতিমধ্যেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন।
‘ধূমকেতু’ এখন কেবল একটি ছবি নয়, হয়ে উঠেছে বাংলা ভাষার, সংস্কৃতির এবং পরিচয়ের প্রতীক। এই প্রেক্ষাপটে টলিউডের এই প্রতিবাদ নিছক শিল্পের প্রশ্ন নয়, এটি এক অন্তরের ডাক।
এমআর