সাত বছর পর আবারও ছোট পর্দায় ফিরতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার—এমন গুঞ্জনেই সরগরম টলিপাড়া। এর মধ্যেই সামনে এসেছে তাঁর জীবনের আরেকটি বড় খবর—বিয়ে। চলতি বছরের ডিসেম্বরেই প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সাতপাক ঘুরে নতুন জীবনে পা রাখতে চলেছেন এই অভিনেত্রী।
শোনা যাচ্ছে, লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে মধুমিতাকে। বিপরীতে থাকবেন গৌরব চট্টোপাধ্যায় বা শন বন্দ্যোপাধ্যায়—নিয়েও জোর জল্পনা চলছে। তবে অভিনেত্রী নিজে এই প্রসঙ্গে রহস্য জিইয়ে রেখে বলেন, “ফিরছি না কি না, সেটা আপাতত রহস্যই থাক।”
এদিকে বিয়ের প্রস্তুতিতেও সমান ব্যস্ত মধুমিতা। নিজের বিয়ের পোশাক নিয়ে বললেন, “লাল বেনারসিই পরতে চাই। ট্র্যাডিশনাল সাজই ভালোবাসি, তবে নিজের একটা ছোঁয়া থাকবেই।” বিয়ের মেনুতে থাকছে চিংড়ি, মাটন আর নানা ধরনের মিষ্টি—এই তিন ধ্রুবক ছাড়া বিয়ের আয়োজন যেন অসম্পূর্ণ।
শুধু বিয়ে নয়, নতুন সংসারের ঘর সাজানো থেকে শুরু করে সব খুঁটিনাটি কাজ নিয়েও ব্যস্ত সময় কাটছে তাঁর। ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের ভারসাম্য রাখতে পুরো ভরসা রেখেছেন হবু স্বামী দেবমাল্যের উপরেই। অভিনেত্রীর ভাষায়, “আমি যদি কাজ থেকে দূরে থাকি, ও-ই আমাকে ঠেলে দেয়। জিজ্ঞেস করে, ইনস্টাগ্রামে পোস্ট করছ না কেন!”
ছবি, ধারাবাহিক ও ওটিটি—সব মাধ্যমেই সমান আগ্রহী মধুমিতা। তাঁর মতে, এখন ভালো গল্পের খোঁজই সবচেয়ে জরুরি। কোভিডের পর দর্শকের মনোযোগ ধরে রাখা যে সহজ নয়, সেটিও জানেন তিনি ভালো করেই।
প্রেম, কাজ, ভবিষ্যতের স্বপ্ন আর নতুন জীবনের অপেক্ষায় এখন সময় কাটছে এই তারকার। ডিসেম্বরের বিশেষ দিনের জন্য শুধু অপেক্ষা মধুমিতা-দেবমাল্যের।
ইউটি/টিএ