উরফি জাবেদ মানেই যেন বিতর্কের অন্য নাম! বেশিরভাগ সময়ই অদ্ভুত পোশাকের কারণে খবরের শিরোনামে উঠে আসেন তিনি। সম্প্রতি ফিলার করাতে গিয়ে ঠোঁট ফুলে যাওয়ায় নেটপাড়ায় তুমুল আলোচনা-সমালোচনার মুখে পড়েন। এবার আবার নতুন খবরে সামনে এলেন এই অভিনেত্রী, প্রথমবারের মতো স্বীকার করলেন প্রেমের কথা।
উরফির ভাষায়, তিনি প্রেম করছেন দিল্লির এক ছেলের সঙ্গে, যার উচ্চতা প্রায় ৬ ফুট ৪ ইঞ্চি। মজার ব্যাপার হলো, এই প্রেমিকের বিয়ের প্রস্তুতি চলছিল অন্য কারও সঙ্গে। পরিবারের পছন্দের পাত্রী ঠিক হলেও, প্রেমিকের সম্মতি না থাকায় সেই বিয়ে ভেঙে দেন উরফি।
তিনি জানান, “আমাদের দেখা হয়ে গিয়েছিল হঠাৎ করেই, হয়তো দেখা হওয়ারই ছিল। তখন ওর সম্বন্ধ করে বিয়ের কথা চলছিল, কিন্তু সম্মতি না থাকায় তা হয়নি।”
উরফির প্রেমিক নাকি প্রচারের আলো থেকে দূরে থাকতে চান। পাপারাজ্জি দেখলেই জনসমক্ষে আসতে অস্বস্তি বোধ করেন। উরফির দাবি, তার প্রেমিককে কোথাও সামাজিক যোগাযোগমাধ্যমে খুঁজে পাওয়া যাবে না।