টলিউডে নতুন এক চমক, ফেলুদার সঙ্গী টপসে এবার নিজেই একজন গোয়েন্দা হিরো হিসেবে হাজির হচ্ছেন। অনিক দত্তর আসন্ন ছবি ‘জট কাণ্ড কলকাতাতেই’র টিজারে দেখা যাচ্ছে রহস্যে মোড়া কলকাতা, যেখানে শুরু হয় দার্জিলিং থেকে কুরসেওং পর্যন্ত এক উত্তেজনাপূর্ণ অনুসন্ধান।
একটি নিখোঁজ পরিবারের সন্ধানে নানা জটিল ধাঁধার মধ্য দিয়ে এগোতে দেখা যাবে এই গোয়েন্দাকে। আবির চ্যাটার্জি টপসের নতুন ডিটেকটিভ চরিত্রে নতুন মাত্রা যোগ করেছেন, আর নওশাবা আহমেদ রহস্যময় একজন মুখ্য চরিত্রে উপস্থিত হয়েছেন।
যদিও ছবিটি ফেলুদাকে শ্রদ্ধা জানায়, তবুও এটি পুরোপুরি নতুন এক গোয়েন্দা জগত গড়ার সাহসী প্রচেষ্টা। অনিক দত্তর সিনেমার ধারায় এটি এক অনন্য সংযোজন, যা টলিউডের দর্শকদের মধ্যে আগ্রহ জাগিয়েছে।
এবার প্রশ্ন উঠছে, টপসে কি সত্যিই টলিউডে গোয়েন্দা চলচ্চিত্রের নতুন অধ্যায় খুলবেন?
কেএন/টিএ