ভারতীয় মডেল-অভিনেত্রী ও ভাইরাল কন্যা উরফি জাভেদ। তার উপস্থিতি মানেই নতুন কোনো চর্চার সূত্রপাত। বিশেষ করে তার পোশাক নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়। মধ্যে মধ্যে তিনি তার ফ্যাশন সেন্স দিয়ে সবাইকে অবাক করে দেন। আবার অনেক সময় পোশাকের জন্য ট্রলের শিকারও হতে হয় তাকে।
সেই উরফিই এবার বিয়ে করতে চলেছেন! হ্য়াঁ, রটেছে এমনটাই। পাত্র তার দীর্ঘদিনের প্রেমিক, দিল্লির ছেলে। উরফি বলে কথা, তার লাভস্টোরিও যে অন্যান্য ভালোবাসার গল্পের মতো হবে না, তা তো বলাই বাহুল্য।
সম্প্রতি উরফি বলেন, ‘আমার প্রেমিকের অন্য একটা জায়গায় বিয়ে ঠিক হয়েছিল। ওর মা-বাবার পছন্দের এক পাত্রী। তবে আমি ওকে স্পষ্ট জানিয়ে ছিলাম, বিয়ে করলে তবেই প্রেম করবে। নাহলে নয়। আমার এই কথাকেই ও মেনে নিয়েছে এবং এরপর ঠিক হয়ে যাওয়া বিয়েও ভেঙে দিয়েছিল আমার প্রেমিক।
উরফি প্রচার প্রেমী মানুষ হলেও,তার প্রেমিক কিন্তু একেবারেই প্রচার পছন্দ করেন না। তাই গোপনেই উরফির সঙ্গে দেখা করতেন তার প্রেমিক। এমনকী, উরফি নিজের প্রেমিককে সোশাল মিডিয়া থেকেও দূরে রাখেন। জানা গিয়েছে,উরফির প্রেমিক দিল্লির এক শিল্পপতি।
এফপি/টিএ