কপালজোরে বেঁচে গেলেন কংগ্রেস নেতা

কেরালার তিরুঅনন্তপুরম বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া (এআই-২৪৫৫) ফ্লাইটে করে দিল্লি যাচ্ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানে প্রচণ্ড ঝাঁকুনি হয়। এর প্রায় ঘণ্টাখানেক পর পাইলট সিগন্যালের ত্রুটির কথা ঘোষণা করেন। পরে চেন্নাইয়ে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটি।

সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে বেণুগোপাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন। পোস্টে তিনি লিখেছেন, ‘কপালজোরে বেঁচে গেলাম।’

বেণুগোপাল তার এক্স হ্যান্ডলে লেখেন, ‘তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া (এআই-২৪৫৫) বিমানটি তিরুঅনন্তপুরম বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর ছেড়েছিল। ছাড়ার কিছুক্ষণ পর থেকেই বিমানে প্রচণ্ড ঝাঁকুনি হয়। প্রায় ঘণ্টাখানেক ওড়ার পর পাইলট সিগন্যালে‌ ত্রুটির কথা ঘোষণা করেন। এর পরেই আমাদের বিমানটিকে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। জরুরি অবতরণের আগে প্রায় দু’ঘণ্টা ধরে আমাদের বিমানটি চেন্নাই বিমানবন্দরের আশপাশে ঘুরতে থাকে। যেই রানওয়েতে আমাদের বিমান নামানোর কথা ছিল, সেখানে আর একটি বিমান থাকায় মাঝ-আকাশে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়।’ তিনি আরও জানান, ‘ওই বিমানে তার সঙ্গে বেশ কয়েকজন সাংসদ এবং বহু সাধারণ যাত্রী ছিলেন। এই ঘটনার পর সবাই আতঙ্কিত।’

বেণুগোপাল এক্স হ্যান্ডলে আরও লেখেন, ‘ক্যাপ্টেনের জরুরি অবতরণের সিদ্ধান্তে বিমানে থাকা সব যাত্রী নিরাপদ এবং সুরক্ষিত। এ বারে কপালজোরে আমরা বেঁচে গিয়েছি, কিন্তু প্রতি বার যাত্রীদের নিরাপদ এবং সুরক্ষা ভাগ্যের ওপর ছাড়া ঠিক নয়। আমার অনুরোধ, এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে সে বিষয়ে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা যেন তৎপর হয়। এবং যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই ঘটনার দ্রুত তদন্ত করা হোক।’

রোববার (১০ আগস্ট) মাঝ-আকাশে প্রযুক্তিগত ত্রুটির মুখে পড়ে তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া বিমান। বিমানটিতে বেণুগোপাল ছাড়াও ছিলেন  ইউডিএফের আহ্বায়ক আদুর প্রকাশ, প্রবীণ দুই কংগ্রেস নেতা কোডিকুনিল সুরেশকে ও কে রাধাকৃষ্ণণ এবং তামিলনাড়ুর সাংসদ রবার্ট ব্রুস।

বেণুগোপালের পোস্টের পর, এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়, ‘যান্ত্রিক ত্রুটি ও খারাপ আবহাওয়ার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানের গতিপথ চেন্নাইয়ের দিকে করা হয়েছিল। এই বিমানবন্দরে প্রথমবার অবতরণের চেষ্টা করলে এটিসি সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলে। তবে, সেই সময়ে রানওয়তে অন্য কোনো বিমান ছিল না বলে দাবি সংস্থার।

বিমান সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়, এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে আমাদের সুপ্রশিক্ষিত পাইলটেরা বিমানে সব সময়ে ‘যথাযথ’ পদ্ধতি মেনে চলেছেন। আপনার এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। তবে নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আশ্রয়প্রার্থীদের বিদেশ ভ্রমণে অনুমতি দেবে না সুইজারল্যান্ড Oct 25, 2025
img
নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে : বুলবুল Oct 25, 2025
img

এএফসি চ্যালেঞ্জ লিগ

ওমানের ক্লাবের সাথে লড়াই করে হারল বসুন্ধরা কিংস Oct 25, 2025
img
বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা Oct 25, 2025
img
সাফ অ্যাথলেটিক্সে বাংলাদেশের ব্রোঞ্জ Oct 25, 2025
img
জুলাই সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের সভা Oct 25, 2025
মিথ্যা মামলায় জামায়াত নেতা নিজামী-কাসেম-সালাউদ্দিনকে ফাঁসির অভিযোগ ফখরুলের Oct 25, 2025
উচ্চশিক্ষায় আসন বেড়েছে দ্বিগুণ, নেই পর্যাপ্ত শিক্ষার্থী Oct 25, 2025
img
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ জামায়াতের Oct 25, 2025
রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত Oct 25, 2025
img
রিয়াল মাদ্রিদকে নিয়ে ইয়ামালের অসম্মানজনক মন্তব্যে চুপ জাবি আলোনসো Oct 25, 2025
img
প্রশাসনই রাষ্ট্রযন্ত্রের প্রাণশক্তি : ফারুক-ই-আজম Oct 25, 2025
img
বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে আইএমএফের প্রশংসা Oct 25, 2025
img
মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা শীর্ষে : টুকু Oct 25, 2025
img
সোনার চামচ মুখে দিয়ে জন্মাইনি আমরা: গৌরব চট্টোপাধ্যায় Oct 25, 2025
img
ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ইঙ্গিত দিলেন কমলা হ্যারিস Oct 25, 2025
img
প্রথম দিনেই আরিফুল-মার্শালের সেঞ্চুরি ! Oct 25, 2025
img
দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে বড় জয় অস্ট্রেলিয়ার Oct 25, 2025
img
দুর্বৃত্তদের হামলায় পৌরসভার ৩ গাড়ি ক্ষতিগ্রস্ত Oct 25, 2025
img
নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন তুরস্কের Oct 25, 2025