নির্মাতা রেদওয়ান রনির বিরুদ্ধে পেশাগত হয়রানির অভিযোগ

ওটিটি প্ল্যাটফর্ম চরকির সিইও, নির্মাতা রেদওয়ান রনির বিরুদ্ধে পেশাগত হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং মিডিয়া সিন্ডিকেটের মাধ্যমে কাজের সুযোগে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন নির্মাতা শৌভ রহমান রনি, যিনি এক সময় রেদওয়ান রনির সহকারী ছিলেন।

প্রায় ১৫ বছর ধরে চলচ্চিত্র, চিত্রনাট্য ও অডিওভিজ্যুয়াল মাধ্যমে কাজ করছেন শৌভ রহমান। ২০১১ সালে রেদওয়ান রনির সহকারী হিসেবে কাজ করার সময় থেকেই ব্যক্তিগত বিরাগের শিকার হচ্ছেন বলে দাবি করেন তিনি।

শুধু তাই নয়, বর্তমানে রেদওয়ান রনি প্রথম আলোর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে গুরুত্বপূর্ণ পদে থাকায় তার প্রভাব ব্যবহার করে বিভিন্ন প্রকল্প থেকে তাকে বঞ্চিত করছেন বলেও অভিযোগ করেন শৌভ।

এ বিষয়ে অভিযোগ জানিয়ে সম্প্রতি মেহেরপুর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন শৌভ।

সেই স্মারকলিপিতে শৌভ রহমান উল্লেখ করেন, সম্প্রতি প্রথম আলো ও চরকির অফিসে পুরনো ভুল বোঝাবুঝি মেটাতে তিনি তার বাবা এবং স্কুলবন্ধু কাজী মাহমুদুল হাসান শুভকে নিয়ে যান। রেদওয়ান রনি নিজেই তাদের আমন্ত্রণ জানালেও অফিসে পৌঁছে আচরণে নাটকীয় পরিবর্তন ঘটে। প্রায় তিন ঘণ্টা মানসিক চাপে রাখা হয় এবং অশোভন মন্তব্য ও মিথ্যা মামলার ভয় দেখানো হয়।

শৌভ রহমানের দাবি, প্রবীণ পিতার উপস্থিতিতেও এ ধরনের রূঢ় আচরণ একটি সুপরিকল্পিত অপমান ও হুমকি।

তিনি অভিযোগ করেন, রেদওয়ান রনি দীর্ঘ ১৫ বছর ধরে নিজেকে মুক্তিযুদ্ধ ও প্রগতির মুখোশে মুড়ে মুজিব কোট পরে বিভিন্ন সরকারি-বেসরকারি, এমনকি ভারতীয় (কলকাতা) মিডিয়া পার্টিতেও ঘুরে বেড়িয়েছেন। কিন্তু ৫ আগস্টের পূর্ব মুহূর্তে তিনি আচরণে পাল্টে নেন এবং এখন বাস্তবতা হলো- সুযোগসন্ধানী রেদওয়ান রনি নিজের খোলস বদলিয়েছেন। প্রয়োজন অনুযায়ী অবস্থান বদলানো তার অভ্যাসে পরিণত হয়েছে।

একজন স্বাধীন নির্মাতার পেশাগত জীবনকে প্রভাবশালী ব্যক্তি দ্বারা জিম্মি করে রাখার ঘটনা ব্যক্তিগত বিরোধ নয়, বরং মিডিয়া জগতে ব্যক্তি-ভিত্তিক সিন্ডিকেটের উদাহরণ বলে মনে করেন তিনি।

এ ঘটনায় তিন দফা দাবি জানিয়ে শৌভ রহমান জেলা প্রশাসকের কাছে নিরপেক্ষ তদন্ত, পেশাগত মর্যাদা ও কাজের সুযোগ ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ এবং মিডিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে নীতিগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অভিযোগের বিষয়ে জানতে শৌভ রহমান রনি গণমাধ্যমকে বলেন, ‘রেদওয়ান রনি তার প্রভাব ব্যবহার করে এত বছর ধরে শুধু আমারই নন, আরও অনেককেই অনেক কাজ থেকে বঞ্চিত করেছেন। শেখ হাসিনার সময়েও, এমনকী হাসিনা পালানোর পরেও তিনি তার প্রভাব দেখিয়ে যাচ্ছেন।

সংস্কৃতি মন্ত্রী নাকি তার কথাতে চলেন, তার কিছুই হবে না; এরকম কথা বলতে থাকেন। এখন আইনি ব্যবস্থা নেয়ার আগে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিয়েছি। শিগগির এ বিষয়ে সংবাদ সম্মেলন ও ফেসবুক লাইভে বিস্তারিত জানাবো, এরপর হয়তো মামলা করব।’

এদিকে, আরেক নির্মাতা আহমেদ ইশতিয়াক হিমেল সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রেদওয়ান রনি আমলনামা’ শিরোনামে একটি দীর্ঘ পোস্টে রনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।

গেল বছরের নভেম্বরে করা সেই পোস্টে তিনি দাবি করেন, ২০০৯ সালে রনির নাটকের সহকারী পরিচালক হিসেবে কাজ করার সময় ১১ মাস বিনা বেতনে কাজ করার পরেও প্রাপ্য অর্থ পাননি। এছাড়া, নিজের নির্মিত একটি নাটক প্রচার ঠেকাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগও করেন তিনি। হিমেলের দাবি, ঘটনার পর পুলিশের দ্বারস্থ হলেও কোনো প্রতিকার পাননি এবং রনির প্রভাবের কারণে দীর্ঘদিন মিডিয়ায় কাজ করতে বাধার সম্মুখীন হয়েছেন।

এফপি/ টিএ 

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রামে গভীর রাতে আওয়ামী লীগের মিছিল, আটক ১৮ Aug 12, 2025
img
বাড়ির উদ্দেশ্যে হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির Aug 12, 2025
img
ড. মুহাম্মদ ইউনূসের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ Aug 12, 2025
img
আজও আলোচনার কেন্দ্রে প্রভাবশালী রাজনীতিবিদের সঙ্গে বিপাশার গোপন রেকর্ডিং Aug 12, 2025
"একই মামলায় বারবার রিমান্ড কেন? আদালতে সোলেইমান সেলিমের প্রশ্ন" Aug 12, 2025
img
উয়েফা সুপার কাপে পিএসজি দলে নেই ইতালিয়ান গোলরক্ষক দোন্নারুম্মা! Aug 12, 2025
img
ভারতের এশিয়া কাপ দল থেকে শুভমান গিলসহ তিন তারকা বাদ Aug 12, 2025
বিএনপি-জামায়াতকে চায় না জনগণ: নুর Aug 12, 2025
img
ভারতকে নিয়ে পাক সেনাপ্রধানের কড়া বার্তা, উত্তরে কী বললেন শশী থারুর? Aug 12, 2025
img
ভারতের ওপর শুল্ক আরোপ মস্কোর জন্য বড় ধাক্কা: ট্রাম্প Aug 12, 2025
যে দুই ধরনের মানুষ জান্নাতের ঘ্রাণও পাবে না Aug 12, 2025
img
স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে মামলা করছে হিরো আলম Aug 12, 2025
মাইলস্টোন কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন Aug 12, 2025
মিথ্যার উপর দাঁড়ানো শিবির, এবার প্রশ্ন ফরহাদকে ঘিরে Aug 12, 2025
img
৩০০ টাকায় ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ শুরু Aug 12, 2025
img
চাকরি সামনেও করতে হবে, এক মাঘে শীত যায় না: ফোনালাপে শেখ হাসিনার হুমকি Aug 12, 2025
img
৭ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট Aug 12, 2025
img
সব ষড়যন্ত্র কাটিয়ে আমরা সফল হব ইনশাআল্লাহ Aug 12, 2025
img
মেয়াদ বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের, নতুন সময়সীমা ১৫ সেপ্টেম্বর Aug 12, 2025
img
যৌনতা পৃথিবীর সবচেয়ে পবিত্র বিষয়, এটি জীবনেরই অংশ: তামান্না ভাটিয়া Aug 12, 2025