শিক্ষার্থী নির্যাতনের দায়ে অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি প্রার্থী জুলিয়াস সিজারকে ভোটার তালিকা থেকে বাদ দেয়ার দাবি উঠেছে।
ডাকসুর চিফ রিটার্নিং অফিসারের কাছে এ সংক্রান্ত চিঠিটি দিয়েছে সলিমুল্লাহ মুসলিম হল প্রশাসন। মঙ্গলবার (১২ আগস্ট) হলের প্যাডে এই চিঠি পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, জুলিয়াস সিজার নানা সময়ে শিক্ষার্থী নির্যাতনে যুক্ত ছিলেন। যা এরইমধ্যে প্রমাণিত হয়েছে।
মঙ্গলবার ডাকসু মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিন জুলিয়াস সিজার ভিপি পদ ফরম সংগ্রহ করেন। এ নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ জানানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন আহমেদ বলেন, ‘চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও যদি কারো বিরুদ্ধে মামলা ও শিক্ষার্থী নির্যাতনের দায়ে বহিষ্কারাদেশ থাকে, তাহলে যেকোনো সময় সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।’