২০২৬ সালের জানুয়ারি ৯ তারিখে দক্ষিণী সিনেমার বক্স অফিসে দেখা যাবে এক জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। প্রভাস অভিনীত হরর-কমেডি ছবি ‘দ্য রাজা সাব’ এবং বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত ‘জানানায়াগান’ মুখোমুখি হচ্ছে সরাসরি সংঘর্ষে।
বছর শুরুর বড় উৎসব সংক্রান্তি ও পঙ্গলকে ঘিরে দক্ষিণের তিন ভাষার বাজার- তামিল, তেলেগু ও হিন্দি- মেতে উঠবে এই প্রতিযোগিতায়।
প্রথমে ২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তির কথা থাকলেও ‘দ্য রাজা সাব’-এর নির্মাতারা বক্স অফিসের সম্ভাবনা বাড়াতে মুক্তির তারিখ পিছিয়ে নিয়েছেন। একই উৎসব মৌসুমে চিরঞ্জীবীর ‘মেগা ১৫৭’ এবং রবি তেজার নতুন ছবিও মুক্তির প্রস্তুতিতে রয়েছে।
ফলে নতুন বছরের শুরুতেই দক্ষিণী চলচ্চিত্রপ্রেমীরা পাচ্ছেন একসঙ্গে চারটি বহুল আলোচিত ছবি, যা সাম্প্রতিক সময়ে অন্যতম বড় উৎসব মৌসুমের লড়াই হয়ে উঠতে যাচ্ছে। এই প্রতিদ্বন্দ্বিতায় কে এগিয়ে যাবে- তা জানার অপেক্ষায় এখন পুরো ইন্ডাস্ট্রি।
কেএন/এসএন