বলিউডে শুটিং চলাকালে নায়িকাদের নিরাপত্তাহীনতার ঘটনা নতুন নয়। এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী রেখা। মাত্র ১৫ বছর বয়সে প্রথম ছবির শুটিং সেটেই তিনি শিকার হন আপত্তিকর আচরণের।
১৯৬৯ সালে ‘অঞ্জনা সফর’ (পরে নাম বদলে ‘দো শিকারি’) ছবির মাধ্যমে নায়িকা হিসেবে বলিউডে অভিষেক হয় রেখার। তাঁর বিপরীতে ছিলেন তৎকালীন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। জীবনীগ্রন্থ ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’-তে উল্লেখ আছে, ছবির একটি অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে বিশ্বজিৎ হঠাৎ তাঁকে চুম্বন করতে শুরু করেন—কোনো ধরনের পূর্ব সম্মতি ছাড়াই।
দাবি করা হয়, এই চুম্বন চলেছিল টানা প্রায় পাঁচ মিনিট। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পরিচালক ও কলাকুশলীরা, কিন্তু কেউই শুটিং থামাননি। ৩২ বছর বয়সী বিশ্বজিৎয়ের সঙ্গে এই ঘটনার সময় রেখার বয়স ছিল মাত্র ১৫ বছর।
হঠাৎ ঘটে যাওয়া এই পরিস্থিতিতে হতভম্ব হয়ে পড়েন রেখা। ক্যামেরার সামনে এমন আচরণের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং সেটেই কান্নায় ফেটে পড়েন।
পরে রেখা জানান, জীবনের প্রথম চলচ্চিত্রেই ঘটে যাওয়া এই অভিজ্ঞতা তাঁকে আঘাত করলেও, তা তাঁর ব্যক্তিত্ব ও দৃঢ়তা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এফপি/এসএন