বলিউডের জনপ্রিয় দুই তারকা রণবীর কাপুর আর দীপিকা পাড়ুকোনের ব্যর্থ প্রেমের কাহিনী অনেকের জানা। বলিউডে গুঞ্জন আছে, দীপিকাকে ছেড়ে ক্যাটরিনার প্রেমে পড়েছিলেন রণবীর।
রণবীরের সঙ্গে ব্রেকআপের আগেই হোমি আদজানিয়া নির্মিত ‘ককটেল’ ছবিটি করেছিলেন দীপিকা। এই সিনেমাটিই দীপিকার পড়তি ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। তার আগে এই অভিনেত্রীর বেশকিছু সিনেমা বক্স অফিসে চরমভাবে ব্যর্থ হয়।
শুধু বক্স অফিস সফলতা নয়, ‘ককটেল’-এর মাধ্যমেই দীপিকার অভিনয় প্রতিভা নিয়ে আলাদাভাবে কথা শুরু হয়। তাকে গ্ল্যামারাস ও মিষ্টি প্রেমিকার বাইরের চরিত্রে ভাবতে শুরু করেন নির্মাতারা। এরপরই তার হাতে আসে ‘রামলীলা’, ‘ইয়ে যাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পিকু’, ‘পদ্মাবৎ’ সিনেমাগুলো। যা দীপিকাকে বলিউডের শীর্ষ নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে।
‘ককটেল’ মুক্তি পায় ২০১২ সালে। ছবিটিতে নিজের ভালো মেয়ের ইমেজ ভেঙে এক পাগলাটে, মুক্তচিন্তার অধিকারী অতি আধুনিকা মেয়ে ভেরোনিকা নামের চরিত্রে অভিনয় করেন দীপিকা। আর ঘরোয়া স্বভাবের মিষ্টি মেয়ের চরিত্রে অভিনয় করেন ডায়না পেন্টি। যদিও শুরুতে ডায়নার চরিত্রটি দেয়া হয়েছিল দীপিকাকে, কারণ ছবিতে ডায়নাই নায়ক সাইফ আলী খানকে পান। আর যার সঙ্গে নায়কের মিল হয় তাকেই সবাই প্রধাণ নায়িকা বলে থাকে। কিন্তু দীপিকা এসব প্রচলিত ধারণা ভেঙে চ্যালেঞ্জিং চরিত্রটি বেছে নেন শুধু অভিনয় প্রতিভা দেখানোর সুযোগ পাবেন বলে। এবং তিনি তার চিন্তার শতভাগ সফল হন।
যাই হোক, যে ‘ককটেল’ দীপিকার জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ, সেই ছবিটিই নাকি করতে বারণ করেছিলেন প্রেমিক রণবীর কাপুর। আর এই কথা এক সাক্ষাৎকারে (ব্রেকআপের বেশকিছু বছর মুখ দেখাদেখি বন্ধ থাকার পর আবার যখন সিনেমা করেন একসঙ্গে তখন) রণবীরকে পাশে রেখেই বলেছেন দীপিকা।
কিন্তু কেন দীপিকাকে ‘ককটেল’ করতে নিষেধ করেছিলেন সে বিষয়ে রণবীর ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেন, ‘‘ওই সময় দীপিকা তার অনেক বিষয়ই আমার সঙ্গে শেয়ার করত, আমার মতামত চাইত। ‘ককটেল’-এর নির্মাতা হোমি আদজানিয়া আমার খুব ভালো বন্ধু, একইসঙ্গে ভালো নির্মাতা। আমি এও জানতাম যে, ছবিটি লিখেছেন আমার প্রিয় পরিচালক ইমতিয়াজ আলী। কিন্তু ওই সময় দীপিকার কাছে আরও বড় বড় পরিচালকের ছবির প্রস্তাব ছিল। কিন্তু সে ওই সব ছবি না করে ‘ককটেল’ বেছে নিতে চেয়েছিল। তখন আমি বলেছিলাম, তোমার এই মুহূর্তে এই ধরনের চরিত্র করা ঠিক নয়। তার ক্যারিয়ারের ভালোটা চিন্তা করেই বারণ করেছিলাম।’’
রণবীরের কথা শেষ হতেই দীপিকার পাল্টা প্রশ্ন, ‘ককটেল’ মুক্তির পরে (ব্যাপক ব্যবসায়িক সফলতা এবং সমালোচকদের প্রশংসা পাবার পর) কী তোমার সেই ভাবনা পরিবর্তন হয়েছে?
রণবীরের সাফ জবাব, ‘‘আমি এখনও বলব, ‘ককটেল’ ছবিটি আমার অতো পছন্দ নয়, তবে তুমি ছবিটিতে যে পারফরম্যান্স করেছ তা অসাধারণ।’’
এফপি/ এসএন