এক সময় বলিউডের সুরের মঞ্চ কাঁপিয়েছিলেন অলকা ইয়াগনিক। প্রায় ২০ হাজার গান গেয়েছেন তিনি, যার বেশির ভাগই সুপারহিট। তবে গানের এই সাফল্যই নাকি দূরত্ব তৈরি করেছিল তার সংসার জীবনে! সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানালেন এই গায়িকা।
১৯৮৯ সালে ব্যবসায়ী নীরজ কাপুরকে বিয়ে করেন অলকা। পারিবারিক সূত্রেই পরিচয়, তারপর প্রেম। অলকা বলেন, ‘আমার স্বামী নীরজ একজন ব্যবসায়ী। শিলং-এ ওর একটা বাড়ি ছিল। আমাদের পারিবারিক সম্পর্কও ছিলো। নীরজের বাড়িতেই আমাদের প্রথম দেখা। তারপর আমাদের প্রেম শুরু।’
অলকা তখন মুম্বাইয়ে, আর নীরজ থাকতেন শিলং-এ। ভৌগোলিক দূরত্ব থাকা সত্ত্বেও বিয়ের সিদ্ধান্ত নেন দুজনে। মাত্র দুই মাস প্রেমের পরেই বিয়ে হয়।
পরিকল্পনা ছিল-কিছু সময় শিলং, কিছু সময় মুম্বাইয়ে কাটাবেন। কিন্তু বিয়ের কিছু দিনের মধ্যেই গায়িকার ক্যারিয়ার দ্রুত এগোতে থাকে, একের পর এক গান হিট হয়। আর তা থেকেই তৈরি হয় দূরত্ব।
অলকা বলেন, ‘আমার কাজ খুব ভালোভাবে চলতে থাকে। তাই মুম্বাই ছেড়ে অন্য কোথাও যাওয়া আমার জন্য অসম্ভব হয়ে ওঠে।’
এ জন্য ধীরে ধীরে তাদের মধ্যে শারীরিক দূরত্ব বাড়তে থাকে, যা প্রভাব ফেলে দাম্পত্যে। এই দূরত্ব নিয়ে অলকা আরও বলেন, ‘আমার স্বামী একটা কথা বলে, ও আমার জন্য খুব শুভ। কিন্তু নিজের জন্য একেবারেই শুভ নয়।
এটা সত্যিই আমার ভুল।’
অলকা স্বীকার করেন, সাফল্যের নেশায় সংসারের দিকে মন দিতে পারেননি। আজও নীরজের সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক অটুট, তবে মনে হয় জীবনের বেশিরভাগ সময় আলাদাই কেটেছে; তাই সে জন্য এখন আক্ষেপ হয় তার।
এমকে/টিএ