স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় প্রদর্শিত হবে দুই প্রতিবেশি দেশ, ভারত ও পাকিস্তানের পতাকা।
তবে পতাকা প্রদর্শনের জুন্য দুই দেশকেই পরিশোধ করতে হবে বিপুল পরিমান অর্থ। কারণ পাকিস্তান বা ভারতকে সম্মান জানাতে বুর্জ খলিফায় এই পতার্কা প্রদর্শন হবে না।
উভয় দেশ নিজস্ব অর্থায়নে বুর্জ খালিফায় নিজেদের পতাকা প্রদর্শন করবে। বুর্জ খলিফায় সাধারণত তিন মিনিটের জন্য কোনো দেশের পতাকা প্রদর্শন করা হয়। ‘বুর্জ খলিফা’ ভবনের গায়ে রয়েছে এলইডি লাইট। সেগুলোতেই ভেসে উঠে পতাকা।
বুর্জ খলিফায় বিজ্ঞাপন প্রদর্শন করতে হলে ভবনটির মালিক এমার প্রপার্টিজ থেকে অনুমতি নিতে হয়। তাদের অনুমতি ছাড়া সেখানে কোনো বিজ্ঞাপন দেখানো সম্ভব নয়।
৮২৮ মিটার উঁচু এই ভবনটিতে যেকোনো ছবি, ভিডিও বা লেখা প্রদর্শনের খরচ নির্ভর করে দিন এবং সময়ের ওপর। সপ্তাহের খোলা দিনগুলিতে (সোমবার থেকে শুক্রবার) রাত ৮টা থেকে ১০টার মধ্যে ৩ মিনিটের জন্য বিজ্ঞাপন দিতে খরচ হবে ২ দশমিক ৫ লাখ দিরহাম, যা বাংলাদেশি অর্থে প্রায় ৮৩ লাখ টাকার সমান।
ছুটির দিনগুলিতে (শনিবার ও রবিবার) রাত ৮টা থেকে ১০টার মধ্যে ৩ মিনিটের বিজ্ঞাপনের জন্য খরচ হবে ৩ দশমিক ৫ লাখ দিরহাম, যা বাংলাদেশি অর্থে প্রায় ১ কোটি ১৬ লাখ টাকার সমান। তবে সপ্তাহের যে কোনো দিন কেউ যদি সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টার মধ্যে ৫ মিনিটের জন্য বিজ্ঞাপন দিতে চায়, তাহলে তাকে দিতে হবে ৪ লাখ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকার সমান।
এফটি/টিএ