গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও যুবলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (১৫ আগস্ট) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন কোটালীপাড়া উপজেলার সিতাইকুন্ড গ্রামের আজিজ হাওলাদারের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামাল হাওলাদার (৪৫), বর্ষাপাড়া গ্রামের আলিল বিশ্বাসের ছেলে মোরসালিন বিশ্বাস (৩৫), চিতশী গ্রামের মকবুল মুন্সীর ছেলে হাফিজুর রহমান মুন্সী (৩৫) ও পিঞ্জুরী গ্রামের রফিক তালুকদারের ছেলে আকাশ তালুকদার (২৫) এবং তারাকান্দ গ্রামের রবিউল শেখের ছেলে বেল্লাল শেখ (২১)।
এরা সবাই ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী।
কোটালীপাড়া থানার পরিদর্শক হাফিজুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কোটালীপাড়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ মিছিল করে।
এতে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।’
এ ঘটনায় পুলিশ ১৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার ৫ শ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে।
ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
কোটালীপাড়া থানার পরিদর্শক বলেন, ‘ওইদিন গ্রেপ্তারকৃতরা মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন।
আমরা ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত এই মামলায় ৫০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এমআর/টিকে