ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ককে সচরাচর লোকের চেনার কথা নয়। ২৩ বছর ১৪৪ দিন বয়সে জাতীয় দলের অধিনায়কত্ব করা মন্টি বোডেনের ক্যারিয়ার যে মাত্র ২টি টেস্ট খেলেই শেষ হয়েছে। ১৯৮৯ সালে করা বোডেনের ওই রেকর্ড এখনও বহাল তবিয়তে আছে, যার আয়ু ফুরিয়ে এসেছে।
ইংল্যান্ড মালাহাইডে আগামী ১৭ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। সব কিছু ঠিক থাকলে সেদিন ভাঙবে বোডেনের রেকর্ড। নতুন রেকর্ডের অধিকারী হবেন জ্যাকব বেথেল। তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ২১ বছর বয়সি এই ক্রিকেটারকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ঘরের মাঠে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমানসংখ্যক টি-২০ খেলবে। এই দুই সিরিজের জন্যও ইসিবি দল ঘোষণা করেছে। দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড এই দুই সিরিজের টি-২০ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সনি বেকার। ঘণ্টায় নিয়মিত ৯০ মাইল গতিতে বল করতে পারেন তিনি।
সাদা বলে ইংল্যান্ডের স্থায়ী অধিনায়ক হ্যারি ব্রুক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই সিরিজেই তিনি জাতীয় দলকে নেতৃত্ব দেবেন। আর এই দুই সিরিজে বেথেল তার ডেপুটি।
ওয়ানডে দিয়ে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড সিরিজ শুরু হবে ২ সেপ্টেম্বর থেকে। টি-২০ সিরিজ দিয়ে এর সমাপ্তি ১৪ সেপ্টেম্বর। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষের দুটি ম্যাচ ১৯ ও ২১ সেপ্টেম্বর।
দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে স্কোয়াড
হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, বেন ডাকেট, সাকিহ মাহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট ও জেমি স্মিথ।
দক্ষিণ আফ্রিকা সিরিজের টি-২০ স্কোয়াড
হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, লিয়াম ডওসন, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ ও লুক উড।
আয়ারল্যান্ড সিরিজের টি-২০ স্কোয়াড
জ্যাকব বেথেল (অধিনায়ক), রেহান আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, লিয়াম ডওসন, টম হার্টলে, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথুউ পটস, আদিল রশিদ, ফিল সল্ট ও লুক উড।
ইউটি/টিএ