টালিউডের রোমান্টিক পর্দা যেন একসময় মানেই ছিল দেব-শুভশ্রী। মাত্র ছয়টি সিনেমা- কিন্তু দর্শকের হৃদয়ে তৈরি হয়েছে এক অমর নস্টালজিয়া। এমনকি এক দশকেরও বেশি সময় আলাদা পথে চলার পরও, তাদের নাম উচ্চারিত হলে এখনো হলভর্তি করতালির শব্দ শোনা যায়।
কিন্তু জনপ্রিয়তার এই রহস্য কী? দেবের উত্তর চমকে দেওয়ার মতো- তিনি নিজেও জানেন না!
সংগীত বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেব সোজাসাপ্টা বলেন, ‘এই প্রশ্নটা দর্শককে করা উচিত। দর্শক জুটি তৈরি করেন। তারাই ভালো বলতে পারবেন। শুভশ্রীর এখন নিজের সংসার আছে, সে খুশি। আমিও আমার জায়গায় খুশি। তারপরও আজও দেব-শুভশ্রী জুটি সেলিব্রেশন হচ্ছে- আমরা নিজেরাই জানি না।’
দেবের বিশ্বাস, এই ম্যাজিক সময়ের সীমানা পেরিয়ে যাবে। তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা পঞ্চাশ বছর পরেও দর্শকের সামনে এলে এই সেলিব্রেশনটাই হতো। আমার মনে হয় শুভশ্রী ভালো করে এই উত্তরটা দিতে পারবে।’
তার মতে, এটা শুধু ভালোবাসা নয়- এ এক উদযাপন। ‘এ শুধু ভালোবাসে তা নয়। তারা সেলিব্রেট করে। এটা সেলিব্রেশন।’ বলেন দেব।
দীর্ঘ এক দশক পর ‘ধূমকেতু’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরেছে এই কিংবদন্তি জুটি। ৯ বছর মুক্তি আটকে থাকা এই ছবিটি মুক্তি পেয়েই টালিউডে ফিরিয়ে এনেছে পুরনো উত্তেজনা- আর প্রমাণ করেছে, কিছু জুটি শুধু হিট হয় না, মিথ হয়ে যায়।
কেএন/টিএ