শান্ত স্বভাবের আলিয়া ভাটকে প্রথমবারের মতো ক্যামেরার সামনে মেজাজ হারাতে দেখলো পুরো নেট দুনিয়া। অনেক তারকারা যেখানে ফটোগ্রাফারদের প্রতি বিরক্তিভাব প্রকাশ করেন, সেখানে আলিয়া হাসিমুখেই তাদের সহযোগিতা করেন বিভিন্ন সময়। কিন্ত এবার ঘটলো সম্পূর্ণ ভিন্ন ঘটনা।
বলিউড বাসিন্দারা আগে কখনো আলিয়াকে এমন অগ্নিমূর্তি রূপে দেখেননি। আর ৫ জন তারকার মতো আলিয়া ভাটের মধ্যে ‘পাপারাজ্জি অ্যালার্জি’ কোনো দিনই ফুটে ওঠেনি। কিন্তু এবার ছবি শিকারিদের কাণ্ডকীর্তি দেখে ক্ষোভে ফেটে পড়েন অভিনেত্রী।
কী এমন ঘটল, যার জন্য ক্যামেরার সামনেই মেজাজ হারালেন আলিয়া? সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, পিকলবল খেলে ঘাম ঝরিয়ে বাড়িতে ফিরছিলেন অভিনেত্রী। আচমকাই ছবি শিকারিরা এসে প্রবেশদ্বারের সামনে বাধা হয়ে দাঁডান।
এখানেই শেষ নয়, আলিয়ার পিছু ধাওয়া করে আবাসনে ঢোকারও চেষ্টা করেন তারা! এই ঘটনাতেই মেজাজ হারান আলিয়া ভাট। ক্যামেরার সামনেই তাদের পাঠ দিতে ছাড়েননি অভিনেত্রী।
কড়া ভাষায় আলিয়াকে বলতে শোনা গেছে, ‘গেটের ভেতরে ঢুকবেন না একদম। এটা আপনাদের আবাসন নয়। দয়া করে বাইরে যান। বের হন এখান থেকে। আপনারা এখানে ঢুকতে পারেন না।’
তবে নাছোড়বান্দা ছবি শিকারিরাও। তারা সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতেই থাকেন। ক্ষেপে গিয়ে আলিয়া পাল্টা বলেন, ‘আপনারা এখনও কথা শুনছেন না! বাহ, ধন্যবাদ।’ সেই ক্যামেরাবন্দি মুহূর্তই এখন নেটভুবনে ভাইরাল।
ইএ/টিএ