অয়ন মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি ‘ওয়ার ২’ মুক্তির আগে থেকেই দর্শকমহলে ছিল তুমুল আগ্রহ। ১৪ আগস্ট পর্দায় আসার পর থেকে ছবিটি বক্স অফিসে সাফল্যের ঝড় তুলেছে। মুক্তির মাত্র দুই দিনেই ছবিটি ব্যবসা করেছে ১০০ কোটিরও বেশি, যা প্রমাণ করছে দর্শকদের উচ্ছ্বাস ও ভালোবাসা।
হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর—দুই সুপারস্টারকে একই ফ্রেমে দেখতে পেয়ে ভক্তরা যেন উল্লাসে ভেসে গেছেন। সিনেমাহলে দর্শকদের সেলিব্রেশনের দৃশ্যই প্রমাণ করেছে, এ ছবি তাঁদের প্রত্যাশা পূরণ করেছে একেবারে নিখুঁতভাবে। কিয়ারা আডবানিও ছবিতে নিজের উপস্থিতি দিয়ে দর্শকদের মন জয় করেছেন।
এই বিশাল সাফল্যের পর তিন তারকাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
হৃতিক লিখেছেন, দর্শকদের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি। জুনিয়র এনটিআরও আবেগঘন ভাষায় ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই সাফল্য তাঁদের সবার যৌথ প্রাপ্তি। কিয়ারা আডবানিও আনন্দ প্রকাশ করে জানিয়েছেন, এই ছবির সাফল্য তাঁর জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।
বলিউডে বড় বাজেটের ছবির সাফল্য মানেই এক নতুন অধ্যায়ের সূচনা। ‘ওয়ার ২’-এর এই জয়গাথা বলিউডে আবারও প্রমাণ করল, দর্শকেরা ভালো গল্প আর চমকপ্রদ তারকাবহুল কনটেন্টকে সবসময়ই সাদরে গ্রহণ করেন।
ইউটি/টিএ