পাইপলাইনে জ্বালানি তেল পরিবহনে বছরে খরচ কমবে ২২৬ কোটি টাকা

বন্দরনগরী চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকায় পাইপলাইনে আনুষ্ঠানিকভাবে পেট্রোলিয়াম সরবরাহ শুরু হয়েছে। দেশের ইতিহাসে সম্পূর্ণ নতুন প্রযুক্তিনির্ভর এই প্রকল্পের মাধ্যমে অর্থ সাশ্রয় ছাড়াও স্বল্প সময়ে পাইপলাইনে তেল পরিবহন সম্ভব হবে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পদ্মা ওয়েল কম্পানির ডেসপাস টার্মিনালে এই কার্যক্রমের উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। 

চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত তেল পরিবহনে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বার্ষিক খরচ প্রায় ৩২৬ কোটি টাকা।

একই পরিমাণ তেল পাইপলাইনে সরবরাহ করতে খরচ হবে মাত্র ৯০ কোটি টাকা। ফলে বছরে অন্তত ২২৬ কোটি টাকা সাশ্রয় হবে। এছাড়া সিস্টেম লস ও চুরি ঠেকানোর মাধ্যমে অর্থ সাশ্রয় আরো বাড়বে।

কর্মকর্তারা বলছেন, সাশ্রয়ের পরিমাণ বছরে বেড়ে আড়াই হাজার কোটি টাকায় দাঁড়াতে পারে।

বিপিসির বাস্তবায়নে এবং সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের নির্মাণে ২৫০ কিলোমিটার দীর্ঘ এই ভূগর্ভস্থ পাইপলাইন চট্টগ্রাম থেকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর ও মুন্সীগঞ্জ হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত বিস্তৃত। পাইপলাইনটি ২২টি নদী ও খাল অতিক্রম করেছে এবং এর সঙ্গে নয়টি স্টেশন ও আধুনিক ডিপো নির্মিত হয়েছে।

উদ্বোধনের পর থেকে এই পাইপলাইন ব্যবহার করে তিনটি তেল বিপণন কম্পানি জ্বালানি তেল সরবরাহ করবে। চট্টগ্রাম থেকে কুমিল্লার বরুড়া হয়ে তেল যাবে নারায়ণগঞ্জের গোদনাইল ও ঢাকার ফতুল্লায়।

কুমিল্লার বরুড়ায় স্থাপন করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ অটোমেটেড ডিপো। এই ডিপো থেকে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও সন্নিহিত অঞ্চলের প্রয়োজনীয় তেল সরবরাহ করা হবে।

ডিপোতে তেল গ্রহণ ও সরবরাহ সবকিছু নিয়ন্ত্রিত হবে কম্পিউটারাইজড প্রযুক্তিতে। তেলের ওজন, তাপমাত্রা এবং সরবরাহ পুরোপুরি নিয়ন্ত্রিত ও মনিটর করা হবে।

বিপিসি সূত্র জানায়, দেশের চাহিদার ৭০ লাখ টনের অন্তত ৩০ লাখ টন ব্যবহার হয় ঢাকা ও কুমিল্লা অঞ্চলে।

এসব তেল বেশিরভাগ বেসরকারি অয়েল ট্যাংকারের মাধ্যমে নৌপথে পরিবাহিত হয়। এতে কোটি কোটি টাকার তেল চুরি ও অনিয়ম ঘটে।

ট্যাংকারে পরিবহণের ক্ষেত্রে শূন্য দশমিক ১৭ শতাংশ সিস্টেম লস বিপিসি মেনে নেয়। বছর শেষে এই ক্ষতি বিশাল অঙ্কে দাঁড়ায়। পাইপলাইন নির্মাণের মূল উদ্দেশ্য ছিল এই সিস্টেম লস ও চুরি কমানো।

পাইপলাইনের মাধ্যমে প্রতি ঘণ্টায় ৩৫০ মেট্রিক টন এবং বছরে সর্বোচ্চ ৫ মিলিয়ন মেট্রিকটন তেল পরিবহন সম্ভব হবে। আগে নৌপথে ট্যাংকারে নিতে লাগত ৪৮ ঘণ্টা, এখন সময় কমে ১২ ঘণ্টা। ফলে বিপিসির বার্ষিক পরিবহণ খরচ ৩২৬ কোটি টাকা থেকে নেমে আসবে মাত্র ৯০ কোটি টাকায়।

চট্টগ্রামের পতেঙ্গায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ, যেখান থেকে পুরো পরিবহণ প্রক্রিয়া ও নিরাপত্তা ২৪ ঘণ্টা মনিটর করা হবে।

প্রকল্প পরিচালক মো. আমিনুল হক জানান, পরীক্ষামূলকভাবে ইতোমধ্যে পাঁচ কোটি লিটার ডিজেল কোনো ক্ষতি ছাড়াই পরিবহণ সফল হয়েছে।

তিনি বলেন, এখন রিজার্ভার থেকে দেশের বিভিন্ন স্থানে ডিপোতে দ্রুত ও নিরাপদে তেল পৌঁছে দেওয়া সম্ভব।

২০১৮ সালে ২ হাজার ৮৬১ কোটি টাকায় অনুমোদিত এ প্রকল্প করোনা পরিস্থিতিতে বিলম্বিত হয়ে চলতি বছরের মার্চে শেষ হয়েছে। প্রকল্পের বাড়তি খরচ দাঁড়িয়েছে ৩ হাজার ৬৫৩ কোটি টাকা।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে নয়: মোহাম্মদ তাহের Oct 13, 2025
img
১৮ নভেম্বর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা Oct 13, 2025
img
বিশ্ব খাদ্য ফোরামে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা Oct 13, 2025
img
বিশ্ব ব্যর্থতা দিবস আজ Oct 13, 2025
'আমরা শুধুই পাহাড় নয়, দেশের সকল শিক্ষার্থীর জন্য কাজ করতে চাই Oct 13, 2025
গণভোট নিয়ে কী করবে সরকার? Oct 13, 2025
নারীর নিরাপত্তায় শিবির ভিপি প্রার্থীর পরিকল্পনা! Oct 13, 2025
ভবিষ্যতের আলো নিভে যাচ্ছে রোয়াইলে Oct 13, 2025
সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও কেটি পেরির প্রেমের গুঞ্জন! Oct 13, 2025
যে কারণে শিবিরের প্যানেল থেকে নির্বাচন করেছেন এই প্রার্থী! Oct 13, 2025
জন্মদিনে অমিতাভকে শুভেচ্ছা, বিচ্ছেদের গুঞ্জনে জল ঢাললেন ঐশ্বরিয়া Oct 13, 2025
img
প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে দুই পরিবর্তন Oct 13, 2025
img
চাকসু নির্বাচন নিয়ে কোন্দল, ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার Oct 13, 2025
img
সৌদিতে আটকে থাকা ৩৮ কোটি টাকা ফেরত আনা হলো Oct 13, 2025
img
মাত্র ১৪ বছরে সহ-অধিনায়কের দায়িত্বে বৈভব Oct 13, 2025
img
খাইবার পাখতুনখোয়ার নতুন নির্বাচিত পিটিআই নেতা সোহাইল Oct 13, 2025
img
সেঞ্চুরি করে শাই হোপের আট বছরের দীর্ঘ অপেক্ষার অবসান Oct 13, 2025
img
রাকসু নির্বাচনের দিন বন্ধ থাকবে রাবির বেশির ভাগ প্রবেশপথ: ভিসি Oct 13, 2025
img
কোহলির আইপিএল ক্যারিয়ার ঘিরে জল্পনা Oct 13, 2025
img
টাঙ্গাইলকে ঢাকার অন্তর্ভুক্ত রাখার দাবিতে যমুনা সেতু মহাসড়ক বন্ধ Oct 13, 2025