বিপিএলে আবারো খেলতে চান সন্দীপ লামিচানে

বিপিএলে যেকোনো দলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন নেপালের লেগ-স্পিনার সন্দীপ লামিচানে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে দাপটের সঙ্গে খেলে বেড়ালেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে কেবল এক মৌসুমই খেলেছেন লামিচান।

২০১৯ সালের বিপিএলে খেলেছিলেন লামিচানে। সেবার সিলেট সিক্সার্সের হয়ে মাঠ মাতাতে দেখা যায় এই স্পিনারকে। ছয় ম্যাচে চার উইকেট নিয়েছিলেন তিনি। তারপর অবশ্য আর বিপিএলে দেখা যায়নি তাকে।

এ ছাড়া দেশ হিসেবে বাংলাদেশ বেশ পছন্দ লামিচানের। বর্তমানে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এই স্পিনার।

লামিচানে বলেন, 'বলা যায় না। যদি কোনো দল আমার সাথে যোগাযোগ করে, এবং আমি সেই নির্দিষ্ট সময়ে খেলার জন্য ফ্রি থাকি, তাহলে আমি সেখানকার যেকোনো দলে যোগ দিতে চাই।'

'অবশ্যই, কে না চায়? এটা একটা সুন্দর দেশ, সেখানকার মানুষগুলোও খুব সুন্দর। তাই, আমি যতবারই সেখানে গিয়েছি, আমি বাংলাদেশের মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। তাই, অবশ্যই আবার যেতে চাই।'

সাকিবের প্রসঙ্গ উঠতেই লামিচানে বলেন, 'হ্যাঁ, আমি সাকিবকে খুব ভালোভাবে চিনি। আমি তাকে চিনি, তবে অতটা ব্যক্তিগতভাবে নয়, কিন্তু আমরা ড্রেসিংরুম শেয়ার করেছি, আমরা বেশ কয়েকবার একে অপরের বিরুদ্ধে খেলেছি।'



সাকিবকে ব্যক্তিগতভাবে না চিনলেও বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে সখ্যতা আছে লামিচানের। লিটন দাসের সঙ্গে ভালো সম্পর্ক লামিচানের। এ ছাড়া নাজমুল হোসেন শান্ত এবং আফিফ হোসেনকে অনেক আগে থেকেই চিনেন এই স্পিনার।

লামিচানে বলেন, 'বাংলাদেশে অনেক খেলোয়াড় আছে যারা সবসময় তাদের দেশের প্রতিনিধিত্ব করেছে। যেমন সাকিব আছে। সে বাংলাদেশের অনেক মানুষের রোল মডেল। লিটনের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে।'

'আফিফ আমার অনূর্ধ্ব-১৯ ব্যাচের একজন ভালো বন্ধু, নাজমুলও আছে, এবং আরও অনেক খেলোয়াড় আছে যারা আমার খুব কাছের। আমি নির্দিষ্ট করে দুই বা তিনজনের নাম বলতে পারব না, কিন্তু বাংলাদেশ থেকে এমন অনেক খেলোয়াড় আছে যারা আমার খুব কাছের।'

এদিকে বিপিএলের পাশাপাশি আইপিএলেও দুই আসরে খেলেছিলেন লামিচানে। ২০১৮ এবং ২০১৯ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা যায় এই স্পিনারকে। সেখানে দুই আসরে ৯ ম্যাচ মিলিয়ে ১৩ উইকেট নেন তিনি।

লামিচানে আরো বলেন, 'এটা মজার ছিল। আপনি যখনই যেখানে যান এবং আপনার ক্রিকেট উপভোগ করেন। আপনি আপনার দেশকে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করেন। তাই, সেখানে থাকাটা সবসময়ই আনন্দের, শুধু আইপিএলে নয়, আমি যতগুলো লিগে খেলেছি, সবগুলোই মজার ছিল।'

শৃঙ্খলা ইস্যুতে মাঝে বেশ কয়েক বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন লামিচানে। নিষেধাজ্ঞার কারণে লম্বা সময় ধরে আইনি লড়াইয়ে ব্যস্ত ছিলেন তিনি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই অবশ্য খেলায় ফিরেন লামিচানে। নেপালের হয়ে এবার টেস্ট খেলতে চান তিনি।

লামিচানে আরো বলেন, 'আমরা সবাই টেস্ট স্ট্যাটাস পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছি। তাই, আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে, আমরা গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি। তাই আমরা এটা নিয়মিতভাবে করতে চাই। কিন্তু, ভবিষ্যতে, বড় স্বপ্ন হলো নেপালের হয়ে টেস্ট খেলা।'

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নগরকান্দা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ Aug 17, 2025
img
উপদেষ্টা ফারুকীর অ্যাপেনডিক্স অপারেশন সম্পন্ন Aug 17, 2025
প্রধান উপদেষ্টা বিএনপির দিকে ঝুঁকছেন এবং একটি নিরাপদ “সেফ এক্সিট” খুঁজছেন : শওকত মাহমুদ Aug 17, 2025
মহাকাশে পাকিস্তানের নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইটের যাত্রা শুরু Aug 17, 2025
ভারতের মাথায় আটকে গেলো সেই ৫০ শতাংশ মার্কিন শুল্ক Aug 17, 2025
দুই দিনের বন্যায় পাকিস্তানে নিহত ৩৫১ জন Aug 17, 2025
img
বিশ্বজুড়ে ঝড় তুলেও প্রত্যাশা পূরণে হোঁচট খেলো কুলি Aug 17, 2025
img
মির্জাপুর সিনেমায় নতুন চমক, কাস্টে জিতেন্দ্র কুমার ও রবি কিশান Aug 17, 2025
img
প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন শ্রুতি-আরাত্রিকা, নায়ক হবে কে? Aug 17, 2025
img
ড্র দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি Aug 17, 2025
img
বিতর্কের অবসান, এসরাজ শিল্পীর কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিংয়ের দেহরক্ষী Aug 17, 2025
img
মেঘালয়ে গণপিটুনিতে নিহত বাংলাদেশির মরদেহ ১১ দিন পর হস্তান্তর Aug 17, 2025
img
অক্ষয়ের খোলামেলা স্বীকারোক্তি, বলিউডে সেরা বন্ধু জন Aug 17, 2025
img
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে সিএফসি সিজন-১ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন Aug 17, 2025
নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে -বিএনপি নেতা আলাল Aug 17, 2025
পারমাণবিক যুগে দুই দেশের সংলাপের গুরুত্ব Aug 17, 2025
img
উচ্চশিক্ষায় উন্নতির লক্ষ্যে চায়নার আদলে নতুন প্রোগ্রাম চালুর প্রস্তাব মির্জা গালিবের Aug 17, 2025
নির্ভয়ে শাঁখা সিঁদুর পরে ভোট দিতে যাবেন: নাসিমুল গণি Aug 17, 2025
img
একটি মহল সব সময় ধর্মকে ব্যবসার হাতিয়ার বানিয়েছে : রুমিন ফারহানা Aug 17, 2025
img
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে ইসিতে ১৭৬০ আবেদন Aug 17, 2025