১৫ মাস আগেই পাকিস্তান টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ফিরেছিলেন বাবর আজম। কিন্তু সময়ের ব্যবধানে পরিস্থিতি পাল্টে গেছে একেবারেই।বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়ার পর এবার এশিয়া কাপের দলেও জায়গা হয়নি এক সময়ের টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটারের।
রবিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষিত ১৭ সদস্যের দলে নেই বাবর।
বাদ পড়েছেন তার দীর্ঘদিনের ওপেনিং সঙ্গী মোহাম্মদ রিজওয়ানও। দলে ফিরেছেন ফখর জামান।
পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মূলত স্ট্রাইক রেটের দুর্বলতার কারণেই বাবরকে বাইরে রাখা হয়েছে।
হেসন বলেন, ‘বাবরকে কিছু জায়গায় উন্নতি করতে বলা হয়েছে, বিশেষ করে স্পিনের বিপক্ষে এবং সামগ্রিকভাবে স্ট্রাইক রেটের দিক থেকে।
এগুলোতে সে কঠোর পরিশ্রম করছে। আমার বিশ্বাস, শিগগিরই আমরা উন্নতি দেখতে পাব।’
তিনি আরো জানান, বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলে বাবর তার সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারেন। ‘বাবরের মতো একজন বিশ্বমানের ব্যাটারকে আমরা দীর্ঘ সময়ের জন্য বিবেচনার বাইরে রাখতে পারি না।
সে বিবিএলে খেললে তার উন্নতির সুযোগ মিলবে।’
পরিসংখ্যান বলছে, জানুয়ারি ২০২২ থেকে স্পিনারদের বিপক্ষে বাবরের স্ট্রাইক রেট মাত্র ১২২.৯১, যা অন্তত ১০০০ বল খেলা ব্যাটারদের মধ্যে সবচেয়ে খারাপ। দ্বিতীয় স্থানে আছেন রিজওয়ান (১২৩.৩৫)।
বাবর সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে। এর পর ২০২৫ সালের পিএসএলে পেশোয়ার জালমির হয়ে তিনটি হাফ-সেঞ্চুরি হাঁকান।
তবে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে তার রান ছিল ৪৭, ০ ও ৯।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপ। এর আগে ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত আফগানিস্তান ও স্বাগতিক আমিরাতকে নিয়ে শারজাহতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে সালমান আলি আঘা নেতৃত্বাধীন পাকিস্তান।
এমআর/এসএন