সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ২২ হাজার প্রবাসী

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ২২ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৭ থেকে ১৩ আগস্ট জানুয়ারি পর্যন্ত অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বলে রোববার খবর দিয়েছে গালফ নিউজ।

বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদিজুড়ে চলমান ধরপাকড় অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত এক সপ্তাহে দেশজুড়ে অভিযান চালিয়ে ২১ হাজার ৯৯৭ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ৪৩৪ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৬৯৭ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৮৬৬ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৭৮৭ জন। তাদের মধ্যে ইয়েমেনি ৩৫ শতাংশ, ইথিওপিয়ান ৬৪ শতাংশ এবং অন্যান্য দেশের ১ শতাংশ নাগরিক রয়েছেন। এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় আরও ২৭ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৮ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ২৫ হাজার ৪৩৯ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ২২ হাজার ৮৩৭ জন পুরুষ এবং দুই হাজার ৬০২ জন নারী।

গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ১৮ হাজার ১৪৯ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এর পাশাপাশি আরও ২ হাজার ৯৭৩ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া গ্রেপ্তারদের মধ্যে ১২ হাজার ৮৬১ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।

প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে।

সূত্র: গালফ নিউজ।

এমআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

সাকিব ব্যর্থ হলেও গোরের ইনিংসে অ্যান্টিগার জয় Aug 17, 2025
প্রকাশ পাচ্ছে না দেড় লাখ কোটি টাকার ঋণ খেলাপি Aug 17, 2025
img
ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না : দুদু Aug 17, 2025
img
জনগণ নির্বাচনমুখী হয়ে পড়েছে : এ্যানি Aug 17, 2025
img
ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতায় ক্রীড়াঙ্গন ধ্বংসের পথে: আমিনুল হক Aug 17, 2025
img
ভোলার ১০ অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ Aug 17, 2025
img
রাবিতে আর্টসেল কনসার্ট বাতিল, ক্ষতিপূরণ চেয়ে ১২ ঘণ্টার আল্টিমেটাম Aug 17, 2025
img
ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্রাথমিক প্যানেল চূড়ান্ত হলেন যারা Aug 17, 2025
img
আসন ভাগাভাগি নিয়ে যা জানালেন নজরুল ইসলাম খান Aug 17, 2025
img
বিদেশে পাচারকৃত ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে সিআইসি Aug 17, 2025
img
ডিএনসিসি বাজেট লক্ষ্যমাত্রা অর্জনে কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ Aug 17, 2025
img
রাজেশ খান্নার গোপন বিয়ের নতুন তথ্য Aug 17, 2025
img
পাকিস্তানে ভয়াবহ বন্যায় হতাহদের জন্য হৃদয় ভেঙেছে মালালার Aug 17, 2025
img
জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হলে মহাদুর্যোগ অপেক্ষা করছে : গোলাম পরওয়ার Aug 17, 2025
শেষ ম্যাচে ছক্কার ঝড়, ম্যাক্সওয়েল ব্রেভিসে জমল সিরিজের ফাইনাল Aug 17, 2025
img
রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন Aug 17, 2025
আশঙ্কামুক্ত ফারুকী, দোয়া কামনা তিশার Aug 17, 2025
img
অনুমোদনের অপেক্ষায় ৪১ হাজার প্রার্থীর নিয়োগ সুপারিশ Aug 17, 2025
img
আল্লাহ আমাকে পাকিস্তানের রক্ষক বানিয়েছেন : অসীম মুনির Aug 17, 2025
মালিবাগে অগ্নিকাণ্ডের ঘটনায় যে তথ্য জানালো ফায়ার সার্ভিস Aug 17, 2025