ক্যাম্পে ফুটবলার না ছাড়ায় বসুন্ধরা কিংসের সঙ্গে বিরোধে বাফুফে

সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে জাতীয় দল। আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে স্বাগতিক নেপালের বিপক্ষে এই প্রীতি ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। তারই প্রস্তুতি হিসেবে ঢাকায় জাতীয় দলের অনুশীলন ক্যাম্পও শুরু হয়েছে। কিন্তু ক্যাম্পের জন্য খেলোয়াড় ছাড়তে নারাজ বসুন্ধরা কিংস। দেশের ফুটবলের জায়ান্ট এই ক্লাবের অসহযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। এমনকি প্রীতি ম্যাচের জন্য ক্লাবটি শেষ পর্যন্ত খেলোয়াড় ছাড়বে কি–না তাও অনিশ্চিত এখন পর্যন্ত।

শুরুটা কিউবা মিচেলকে দিয়ে। বাহরাইনে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে যোগ দেয়ার কথা থাকলেও বসুন্ধরা কিংস ছাড়পত্র না দেয়ায় বিমানের টিকিট কাটা থাকলেও উড়াল দিতে পারেননি সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলের এই সাবেক খেলোয়াড়। শেষ পর্যন্ত ঢাকায় চলে আসতে হয়েছে এই প্রবাসী ফুটবলারকে।

এবার কিংস একই পথে হাঁটছে জাতীয় দলের খেলোয়াড়দের বেলাতেও। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্পেও ফুটবলার ছাড়ছে না দেশের ফুটবলের এই জায়ান্ট।

শুক্রবার (১৫ আগস্ট) জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল প্রাথমিক দলে ডাক পাওয়া বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের। এই তালিকায় আছেন তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক কাজী, হৃদয়, সোহেল রানা, মো. সোহেল রানা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন। কিন্তু গতকাল (শনিবার) কিংসের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক বাফুফের সাধারণ সম্পাদককে চিঠি দিয়ে জানায়, ১২ সেপ্টেম্বর ঘরোয়া মৌসুম শুরু হতে যাওয়ায় প্রস্তুতির জন্য তারা ফুটবলারদের ছাড়বে না।

কিংসের অসহযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। এই অবস্থায় আজ (রোববার) জরুরিভিত্তিতে বৈঠকে বসেছিলেন বাফুফের কর্তারা। তবে সেই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন না বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। এমনকি অনলাইনেও যুক্ত হননি তিনি।

বাফুফের মিডিয়া কমিটর চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, জাতীয় দলের ফুটবলারদের ছাড়তে কিংসকে চিঠি দেবে বাফুফে। ৩-৪ দিনের মধ্যে সেই চিঠির জবাব না দিলে আবারও নতুন করে জরুরি বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবে ফেডারেশন।

এর আগে বাফুফেকে দেয়া চিঠিতে খেলোয়াড় না ছাড়ার কারণ হিসেবে কিংস উল্লেখ করেছে, ‘দীর্ঘদিন খেলোয়াড়দের প্রশিক্ষণের বাইরে থাকা, খেলোয়াড়দের ভবিষ্যৎ বিবেচনা ও ইনজুরিপ্রবণতা কমানোর জন্য বাফুফের ২০২৫-২৬ ফুটবল মৌসুম সামনে রেখে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু হয়েছে বিধায় আমাদের খেলোয়াড়দের ছাড়করণ সম্ভব হচ্ছে না বলে আন্তরিকভাবে দুঃখিত।’

তবে, কিংস বাদে অন্যান্য দল থেকে ডাক পাওয়া খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দিয়েছেন। কিংসের পর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় ডাক পেয়েছে আবাহনীর। ডাক পাওয়া মিতুল মারমা, কাজেম শাহ, শাকিল, ইব্রাহিম ও পাপন ক্যাম্পে যোগ দিয়েছেন।

এফপি/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল আরও অন্তত ৪৭ জনের Aug 18, 2025
img
১ যুগ পর নাসিরুদ্দিনের অপমানের জবাব দিলেন ফারহান Aug 18, 2025
img
বাহরাইনের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ Aug 18, 2025
img
'ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি পুতিন' Aug 18, 2025
img
জাতীয় দল থেকে বাদ পড়লেন সুনীল ছেত্রী Aug 18, 2025
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর রিয়াদ, ঢাকার অবস্থান ২৭তম Aug 18, 2025
img
দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস Aug 18, 2025
img
মাত্র তিন দিনেই ৭ কোটি রুপির ঘরে ‘ধূমকেতু’ Aug 18, 2025
img
ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, আকাশ থাকবে আংশিক মেঘলা Aug 18, 2025
img
টাঙ্গাইলে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ Aug 18, 2025
img
জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল পিএসজি Aug 18, 2025
img
চট্টগ্রামে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের, আহত ৩ Aug 18, 2025
img
নির্বাচনের হাওয়া সারা বাংলাদেশে বইছে : গিয়াস উদ্দিন Aug 18, 2025
img
জেআরপিতে ৪৫৫ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে : পররাষ্ট্র মন্ত্রণালয় Aug 18, 2025
img
যশোরে অনৈতিক লেনদেনের অভিযোগে গণ অধিকার পরিষদ নেতার পদত্যাগ Aug 18, 2025
img
২০০৮ সালের নির্বাচনের পূর্ব-নকশাও আগে থেকেই করা হয়েছিল: মঈন খান Aug 18, 2025
img
ডাকসু ও হল সংসদ নির্বাচনে যুক্ত হলো আরও দুই ভোটকেন্দ্র Aug 18, 2025
img
কুড়িগ্রামে লাইনচ্যুত লোকাল ট্রেন উদ্ধারে আসা ট্রেনও লাইনচ্যুত Aug 18, 2025
img
আফ্রিদি কুকুরের মাংস খেয়ে ঘেউ ঘেউ করছিল: ইরফান Aug 18, 2025
img
জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে, আসুন আমরা সংলাপে বসি: ড. তাহের Aug 18, 2025