ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিওচিত্র আছে, দাবি করল পাকিস্তান

ভারত ও পাকিস্তানের গত মে মাসের সামরিক সংঘাতের সময় গুলি করে ভূপাতিত করা ভারতীয় ছয়টি যুদ্ধবিমানের ভিডিওচিত্র ইসলামাবাদের কাছে আছে। ভারতীয় বিমান ভূপাতিত করার ভিডিও পাকিস্তানের হাতে থাকার এই দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। রোববার পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মোহসিক নাকভি বলেছেন, গত মে মাসে দুই দেশের সামরিক সংঘর্ষের সময় ভারতীয় বিমানবাহিনীর ছয়টি যুদ্ধবিমান গুলি চালিয়ে ভূপাতিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এসব বিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ পাকিস্তানের কাছে আছে।

গত মে মাসে ভারত-অধিকৃত জম্মু-কাশ্মিরের পেহেলগাম হামলার ঘটনায় প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে ভারত। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে। এই হামলার ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতা অভিযোগ তুলে দেশটির সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। পরে পাকিস্তানও পাল্টা হামলা চালায় ভারতে।

দুই দেশের এই সামরিক সংঘাতের সময় উভয়পক্ষ পাল্টাপাল্টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে। ইসলামাবাদ বলেছে, সংঘাতের সময় ভারতের সামরিক বাহিনীর বহরে থাকা ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমানও ভূপাতিত করা হয়েছে। ভারতের সেনাপ্রধানও পাকিস্তানের সঙ্গে সংঘাতে ক্ষয়ক্ষতির তথ্য স্বীকার করেছেন। তবে ছয়টি যুদ্ধবিমান হারানোর কথা অস্বীকার করেছেন তিনি।

রোববার লাহোরে এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে নাকভি বলেছেন, ভারতের সঙ্গে যুদ্ধের সময় তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সংশ্লিষ্ট এবং অনেক তথ্য সম্পর্কে অবগত ছিলেন।

তিনি বলেন, ‌‌গত দেড় মাসে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও সরকার সবাই প্রশংসিত হয়েছে। কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থাগুলো পর্দার আড়ালে গুরুত্বপূর্ণ কাজ করেছে। ভারতের পরিকল্পনা আগে থেকেই আমাদের জানা ছিল—তারা কী করবে, কোন বিমান ব্যবহার করবে। গোয়েন্দা সংস্থার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তারা সামনে আসে না। আমাদের তাদের স্বীকৃতি দিতে হবে।

নাকভি বলেন, ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার পর প্রমাণ ছাড়া তা ঘোষণা না করার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, আমাদের কাছে রাডারের তথ্য থাকলেও মাঠপর্যায়ের প্রমাণ দরকার ছিল। কয়েক মিনিটের মধ্যেই আমরা সবকটি বিমান ভূপাতিত হওয়ার ভিডিওচিত্র পেয়ে যাই। আমাদের কাছে সেই ফুটেজ রয়েছে।

তিনি বলেন, দুটি ঘটনায় সাতটি ভারতীয় ক্ষেপণাস্ত্র পাকিস্তানের একটি ঘাঁটিতে আঘাত হানে। তবে সেগুলোর একটিও লক্ষ্যভেদ করতে পারেনি।

কিছু সীমান্তের ভেতরে পড়েছে, কিছু বাইরে গিয়ে বিস্ফোরিত হয়েছে।

দেশটির এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যখন পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি, তখন সেগুলো সামরিক স্থাপনা নিশানা করে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন বেসামরিক ক্ষয়ক্ষতি না হয়। আমরা তাদের অন্যতম বৃহৎ জ্বালানি ডিপো ধ্বংস করেছি। তবে কোনও বেসামরিক হতাহত হয়নি।

তখনই বুঝেছিলাম, আল্লাহ আমাদের সাহায্য করছেন।

তিনি বলেন, রাওয়ালপিন্ডির কাছের নূর খান বিমানঘাঁটিতে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা হলেও কোনও ক্ষতি হয়নি। কেবল একটি ঘাঁটিতে ক্ষয়ক্ষতি হয়, যেখানে একজন বিমানবাহিনীর সদস্য নিহত হন।

গত ৬-৭ মে রাতে পাকিস্তানে একাধিক বিমান হামলা চালায় ভারত। এই হামলায় দেশটিতে অন্তত ৪০ বেসামরিক নাগরিক নিহত হন। এক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চলে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। তবে তিনি কোন পক্ষের বিমান ধ্বংস হয়েছিল, তা স্পষ্ট করেননি তিনি।

সূত্র: ডন।

এমআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
হোয়াইট হাউসের পথে জেলেনস্কি, ট্রাম্প-পুতিন ফোনালাপে সুখবর Oct 17, 2025
img
পরিবেশ, পরিস্থিতি ও শৃঙ্খলা ফেরাতে সরকার ব্যর্থ : মোস্তফা জামান Oct 17, 2025
img

রাকসু নির্বাচন ২০২৫

ফল প্রকাশ হয়েছে মতিহার হলের Oct 17, 2025
img

রাকসু নির্বাচন ২০২৫

বড় ব্যবধানে এগিয়ে জাহিদ-আম্মার Oct 17, 2025
img
খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল Oct 17, 2025
img

রাকসু নির্বাচন ২০২৫

আলোচনায় এগিয়ে থাকলেও ১১ হলের ফলাফলে পিছিয়ে ছাত্রদলের এষা Oct 17, 2025
img

রাকসু নির্বাচন ২০২৫

ফল প্রকাশ হয়েছে শহীদ হবিবুর রহমান হলের Oct 17, 2025
img
১০ কোটি টাকার বাজেটে ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপের আসর Oct 17, 2025
img
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১০৫ কিলোমিটার জুড়ে মশাল প্রজ্বলন Oct 17, 2025
img
শ্রমিকের অধিকার আদায়ে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর: আবুল হাশেম বাদল Oct 17, 2025
img
নতুন বিএমডব্লিউ গাড়ি পেলেন রিয়াল তারকারা! Oct 17, 2025
img
সেমিফাইনালে শেষ জারিফের লড়াই Oct 17, 2025
img
রাকসুতে ১১ হলের ফল ঘোষণা Oct 17, 2025
'মার্চ টু যমুনা' কর্মসূচি স্থগিত করলেন শিক্ষকেরা Oct 17, 2025
img

রাকসু নির্বাচন ২০২৫

ফল প্রকাশ হয়েছে শহীদ শামসুজ্জোহা হলের Oct 17, 2025
ভোটের পরিবেশ ও ফলাফল নিয়ে যা বলছেন নির্বাচন কমিশনার Oct 17, 2025
img

রাকসু নির্বাচন ২০২৫

কাজী নজরুল মিলনায়তনে হঠাৎ ঢুকে পড়লেন সহস্রাধিক শিক্ষার্থী Oct 17, 2025
ঐকমত্য কমিশনের আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া Oct 17, 2025
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ভোগান্তি Oct 17, 2025
শেখ হাসিনার মৃত্যুদণ্ড চাইলেন চিফ প্রসিকিউটর Oct 17, 2025