নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের সব কর্মকাণ্ড কর্মসূচি নিষিদ্ধ আছে।
১৫ আগস্ট বা অন্য কোনো ইস্যুতে তারা তাদের দলীয় ব্যানারে কোনো কিছু যদি করে এটা একটা ক্রিমিনাল অফেন্স এখনকার মতো। তাদের গ্রেপ্তার করা যাবে। অন্য যেকোনো কিছু করা যাবে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ধানমণ্ডি ৩২ নম্বরের প্রসঙ্গে টেনে তিনি বলেন, ৩২ নম্বরে পুলিশ ছিল এবং অন্যান্য দলের লোকজন, বিএনপির লোকজন ছিল, শিবির গেছে। ছাত্রলীগ মনে করে শিবিরকে পিটিয়ে দিয়েছে ছাত্রদল। এটা নিয়ে দুদলের ঝামেলা হয়েছে।
ছাত্রদলকে কে দায়িত্ব দিয়েছে এই কাজটা করার? আমরা ধরে নিলাম আওয়ামী লীগও যদি তার ব্যানার নিয়ে যেত, তাহলে এটা নিষিদ্ধ কাজ করেছে। ওটা ঠেকানোর দায় কি ছাত্রদল, ছাত্রশিবিরের বা অন্য কোনো ছাত্র সংগঠনের?
জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ যখন এই কাজটা করতো, এখন ওই ইতিহাস তো অনেকের কাছে শুধু এই জুলাই আগস্ট। ইতিহাসের বহু পুরনো পুরনো সিলসিলা আছে। যখন আওয়ামী লীগ এই লাঠিসোটা নিয়ে জনগণের নিরাপত্তার নামে ছাত্রলীগ যুবলীগ রাস্তা থাকতো আমরা সেটা নিয়ে তীব্র প্রতিবাদ করেছি।
যদি কখনো কোনো পরিস্থিতি হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে।
তিনি আরো বলেন, একজন রিকশাচালক গেছেন, একজন নারী তার হাসবেন্ডসহ গেছেন। একজন নারী একা গেছেন। তাদের ফুল দিতে দেওয়া হবে না। শোক প্রকাশ করতে দেওয়া হবে না।
এটা খুবই ভুল আচরণ হয়েছে। এগুলো বাড়াবাড়ি হয়েছে। এগুলো করে ১৫ আগস্ট একটা ইস্যু বানিয়ে ফেলা হয়েছে।
এমআর/টিকে