চিত্রনায়িকা ইয়ামিন হক ববির জন্মদিন আজ ১৮ আগস্ট। নিজের জন্মদিন খুব সাদামাটাভাবে কাটান এই নায়িকা। মূলত বেশির ভাগ ক্ষেত্রে পরিবারের সঙ্গেই দিনটি কাটিয়ে থাকেন ববি।
বাবাকে হারানোর পর থেকে আগের মতো আর পারিবারিক আয়োজন করেন না তিনি। নিজের জীবনের বিশেষ এই দিনে বাবাকে খুব মিস করেন বলে জানিয়েছেন ববি। নায়িকার ভাষ্য, বাবা ছিলেন আমার পৃথিবী। তাকে হারানোর পর বিশেষ দিনগুলোতে বাবা বেঁচে থাকতে আমাকে কীভাবে খুশি রাখার চেষ্টা করতেন, সেসব কথা ভেবেই দিন কেটে যায়। আর দুচোখের কোনে জল চলে আসে।
এদিকে ববির হাতে এখন বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। পাশাপাশি ওয়েব সিরিজেও কাজের অফার পাচ্ছেন বলে জানান তিনি। খুব শিগগির শুটিং সেটে ব্যস্ত হয়ে পড়বেন ববি।
এমআর/টিকে