নতুন রূপে হাজির হয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। অন্তর্জালে প্রকাশ পেয়েছে তার প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর টিজার। সেখানে তার রহস্যময় কথাবার্তা হৃদয় ছুঁয়েছে দর্শকের।
ছেলে আরিয়ান খানের ওয়েব সিরিজের টিজারের এক ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মেগাস্টার শাহরুখ খানও। রোববার (১৭ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুকে শাহরুখ খান টিজারটি প্রকাশ করেন।
‘দ্য ব্যাডস অব বলিউড’-এর টিজার শুরু হয়, ‘মোহাব্বাতে’ সিনেমার আইকনিক সেই ভায়োলিনের সুর দিয়ে। এরপর শাহরুখের কণ্ঠ শোনা যায়। তিনি বলেন, এক লাড়কি থি দিওয়ানি সি, এক লাড়কে পে বো মারতি থি।
এদিকে আরিয়ানের আসন্ন ওয়েব সিরিজের জন্য বিশেষ বার্তা দিলেন লরিসা। আরিয়ানের সিরিজের ভিডিও শেয়ার করে উল্লাস প্রকাশ করে লরিসা বলেন, আরিয়ানের জন্য অবিশ্বাস্যভাবে গর্বিত।
টিজার প্রকাশের পরে, করণ জোহর এবং অনন্যা পান্ডেসহ বেশ কয়েকজন সেলিব্রিটি আরিয়ানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। লারিসা বোনসিও প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘অপ্রতিরোধ্য, অতুলনীয় এবং সত্যিই বিশ্বসেরা… আমি গর্বিত বললেও কম বলা হবে’।
তবে আরিয়ান বা লারিসা কেউই তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। ২০২৩ সালে একটি কনসার্টে অংশ নেয়ার পর দুজনের ডেটিংয়ের গুঞ্জন শুরু হয়।
আরিয়ানের সিরিজটি এই বছরের শেষের দিকে নেটফ্লিক্সে প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে, তবে মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
এফপি/ টিএ