‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করো না’: নতুন গানে সতর্কবার্তা, সিনেমাতেও চমক

সিনেমা নয়, যেন আস্ত মনস্তত্ত্বের পাঠ দেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ফ্রেমে বাস্তব প্রেক্ষাপট ধরতে উইন্ডোজ জুটির কলম-ক্যামেরা বরাবরই সাবলীল। তাঁদের ফিল্মোগ্রাফির উপর চোখ রাখলে বোঝা যায় যে, শিবু-নন্দিতার প্রত্যেকেটা ছবিই সমাজের আস্ত বাস্তব দলিল। আর ইউএসপি? সিনেমার জটিল ব্যাকরণের ধাঁধায় না গিয়ে সহজ-সরল ন্যারেটিভই পরিচালকদ্বয়ের সম্বল। অতিনাটকীয়তা, কাকতালীয় বিষয়, যুক্তিবুদ্ধির মারপ্যাঁচ বর্জিত আবেগঘন দৃশ্যায়ণ। যা দেখে বক্সঅফিসের মার্কশিটেও ফুলমার্কস বসিয়ে এসেছেন দর্শকরা।


খাগড়াগড় বিস্ফোরণকাণ্ড দেখিয়ে ‘রক্তবীজ’-এ সাড়া ফেলেছিলেন। এবার সিক্যুয়েলের ক্ষেত্রেও শুধু বাস্তব প্রেক্ষাপটই বেছে নেননি, বরং ছবির গানে-গল্পেও সাম্প্রতিক ইস্যুগুলিকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।

দিন কয়েক আগে ‘ও বাবুর মা’ গান প্রকাশ্যে এনে ‘ভাষা বিদ্বেষে’র মাঝে দুই বাংলাকে মিলিয়ে দিয়েছিলেন। এবার পরবর্তী গান রিলিজের আগেও মাঠে নেমে পড়েছেন পরিচালক-প্রযোজকদ্বয়। আর সেই গানেরই লাইন- ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না…।’ কিন্তু কোন প্রেক্ষিতে এই গান? আসলে উইন্ডোজ বরাবর চিত্রনাট্য মাফিক গল্পের সঙ্গে গানের সাযুজ্য বজায় রেখেছে। তাঁদের ছবিতে গুরুত্ব অনুযায়ী গল্পের সঙ্গে পরিবেশিত হয়ে এসেছে গান। যেখানে গান আলাদা করে একটা চরিত্র হয়ে ওঠার চেষ্টা করে। ‘রক্তবীজ ২’-এর ক্ষেত্রেও তার অন্যথা হবে না। এবার নন্দিতা-শিবপ্রসাদের ফ্রেমে ফুটে উঠবে রাষ্ট্রপতি পদে থাকাকালীন প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। যেখানে ‘চিকিৎসক মুখোশে’র আড়ালে ‘রক্তবীজ’-এর মতো সন্ত্রাস লালন করতে দেখা যাবে মুনির আলমকে। যাদের কাছে ‘মকসদ’ই মূল। সন্ত্রাসবাদীদের শায়েস্তা করতে এবং রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার খাতিরে সীমান্ত পারাপার করবে পুলিশ অফিসার সংযুক্তা এবং কেন্দ্রীয় তদন্তকারী অফিসার পঙ্কজ সিনহা। বর্তমানে যখন ‘অনুপ্রবেশ’ ইস্যুতে রাজ্য রাজনীতিতে তুমুল হইচই, তখন সেই আবহেই ‘রক্তবীজ ২’-এর সতর্কবাণী ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না…।’ এই গানের ক্যাচলাইনের নেপথ্যে শিলাজিৎ হলেও গানের কথায় হাত মিলিয়েছেন জিনিয়া সেন। গেয়েছেন ‘ডাকাতিয়া বাঁশি’ খ্যাত শ্রেষ্ঠা দাস।

তেইশের পুজোর বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল ‘রক্তবীজ’। এবারও পঁচিশের পুজোর পর্দা কাঁপানোর জন্য প্রস্তুত নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কারণ উৎসবের মরশুমেই মুক্তি পাবে ছবিটির সিক্যুয়েল। বছর দুয়েক আগে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্যাকড থ্রিলার ‘রক্তবীজ’ একের পর এক রেকর্ড গড়েছিল। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুল প্রশংসিত হয়েছে ‘পুলু’ ওরফে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। এবার সিক্যুয়েলেও কাস্টিং, কাহিনিতে মহাচমক। ভিক্টর, মিমি-আবির ত্রয়ী জুটির পাশাপাশি দেখা যাবে অঙ্কুশ হাজরা, নুসরত জাহান ও কৌশানী মুখোপাধ্যায়কে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

'৭১ বিরোধীদের ব্যাপারে সচেতন জগন্নাথ হলের শিক্ষার্থীরা' Aug 20, 2025
'পাকিস্তান ও ভারতে মধ্যে হওয়া যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে যেতে পারে' Aug 20, 2025
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ম্যাক্রোঁর শান্তি বার্তা ও কঠোর সতর্কতা Aug 20, 2025
বাংলাদেশে পুশ-ইন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে পশ্চিমবঙ্গ! Aug 20, 2025
বাংলাদেশের সংবিধান সংশোধন করছে একদল অনির্বাচিত ব্যক্তি : মেজর হাফিজ Aug 20, 2025
img
৭০০ কোটি আয়ের পথে রজনীকান্তের ‘কুলি’! Aug 20, 2025
সেনাবাহিনীকে নিয়ে কটুক্তিকারীদের জবাব দিলেন সেনাপ্রধান Aug 20, 2025
img
রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প Aug 20, 2025
img
পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিতরা, দেশে করছে অনির্বাচিতরা : মেজর হাফিজ Aug 20, 2025
img
জুলাই সনদের কিছু বিষয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসবে জামায়াত Aug 20, 2025
img
সেনেগালে ভালো স্বামী বানানোর কায়দা শেখাতে পুরুষদের জন্য খোলা হল স্কুল Aug 20, 2025
img
বিদেশি কর্মী নিয়োগে কোটার অনুমোদন পুনরায় চালুর ঘোষণা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর Aug 20, 2025
img
সারদা পুলিশের অতিরিক্ত এসপি হাফিজ বরখাস্ত Aug 20, 2025
img
ক্ষমতায় গেলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি : তারেক রহমান Aug 20, 2025
img
স্পেনে তাপপ্রবাহে ১৬ দিনে প্রাণ গেল ১১০০ জনের Aug 20, 2025
img
পটুয়াখালীতে ডাচ-বাংলা ব্যাংকের বুথ ডাকাতির মূল হোতা গ্রেফতার Aug 20, 2025
img
নীল রং ভীষণ প্রিয়! আলতা- টিপে নীলাম্বরী রূপে উজ্জ্বল মনামী, পুজোয় কোন চমক? Aug 20, 2025
img
ইউক্রেনে সৈন্য পাঠাবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প Aug 20, 2025
img
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনেকের সংশয় : মঞ্জুরুল আলম পান্না Aug 20, 2025
img
ট্রাম্পকে খুশি করতে গলফ ক্লাব উপহার দিলেন জেলেনস্কি? Aug 20, 2025