বাংলাদেশের বন্দর নগরী হিসেবে খ্যাত চট্টগ্রামের সাথে সারা দেশের যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের। স্টেশনটি থেকে প্রতিদিন বহু ট্রেন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে যাত্রা করে।
বাংলাদেশ টাইমস-এর পাঠকদের সুবিধার জন্য চট্টগ্রাম রেলওয়ে স্টেশন হতে ছেড়ে যাওয়া সকল ট্রেনের সময়সূচি তুলে ধরা হলো।
চট্টগ্রাম হতে ঢাকা
সুবর্ণ এক্সপ্রেস (৭০১): চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে সকাল ৭টায় এবং ঢাকায় পৌঁছায় দুপুর ১২টা ২০ মিনিটে। সাপ্তাহিক বন্ধের দিন সোমবার।
চট্টলা এক্সপ্রেস (৬৭): চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে সকাল ৮টা ৩০ মিনিটে এবং ঢাকায় পৌঁছায় বিকাল ৩টা ৫০ মিনিটে। সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার।
কর্ণফুলী এক্সপ্রেস (০৩): চট্টগ্রাম থেকে ছাড়ে সকাল ১০টা এবং ঢাকায় পৌঁছায় সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ নেই।
মহানগর এক্সপ্রেস (৭২১): চট্টগ্রাম থেকে ছাড়ে দুপুর ১২টা ৩০ মিনিটে এবং ঢাকায় পৌঁছায় সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে। সাপ্তাহিক বন্ধের দিন রোববার।
মহানগর গোধূলি (৭০৩): চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে বিকাল ৩টায় এবং ঢাকায় পৌঁছায় রাত ৯ টা ২৫ মিনিটে। সাপ্তাহিক বন্ধ নেই।
সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭): চট্টগ্রাম থেকে ছাড়ে বিকাল ৫টায় এবং ঢাকায় পৌঁছায় রাত ১০ টা ১০ মিনিটে। সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার।
ঢাকা মেইল (০১): চট্টগ্রাম থেকে ছাড়ে রাত ১০টা ৩০ মিনিটে এবং ঢাকায় পৌঁছায় সকাল ৭ টা ২০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ নেই।
তূর্ণা এক্সপ্রেস (৭৪১): চট্টগ্রাম থেকে ছাড়ে রাত ১১টায় এবং ঢাকায় পৌঁছায় ভোর ৫ টা ১৫ মিনিটে। সাপ্তাহিক বন্ধ নেই।
ঢাকা হইতে চট্টগ্রাম
সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৮): ঢাকা থেকে ছাড়ে সকাল ৭টায় এবং চট্টগাম রেলওয়ে স্টেশনে পৌঁছায় দুপুর ১২টা ১৫ মিনিটে। সাপ্তাহিক বন্ধের দিন বুধবার।
মহানগর প্রভাতী (৭০৪): ঢাকা থেকে ছাড়ে সকাল ৭টা ৪৫ মিনিটে এবং চট্টগাম রেলওয়ে স্টেশনে পৌঁছায় দুপুর ২টায়। সাপ্তাহিক বন্ধ নাই।
কর্ণফূলী এক্সপ্রেস (০৪): ঢাকা থেকে ছাড়ে সকাল ৮টা ৩০ মিনিটে এবং চট্টগাম রেলওয়ে স্টেশনে পৌঁছায় সন্ধ্যা ৬টা ০০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ নেই।
চট্টলা এক্সপ্রেস (৬৮): ঢাকা থেকে ছাড়ে দুপুর ১টায় এবং চট্টগাম রেলওয়ে স্টেশনে পৌঁছায় রাত ৮টা ৫০ মিনিটে। সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার।
সুবর্ণ এক্সপ্রেস (৭০২): ঢাকা থেকে ছাড়ে বিকাল ৪টা ৩০ মিনিটে এবং চট্টগাম রেলওয়ে স্টেশনে পৌঁছায় রাত ৯টা ৫০ মিনিটে। সাপ্তাহিক বন্ধের দিন সোমবার।
মহানগর এক্সপ্রেস (৭২১): ঢাকা থেকে ছাড়ে রাত ৯টা ২০ মিনিটে এবং চট্টগাম রেলওয়ে স্টেশনে পৌঁছায় রাত ৪টা ৫০ মিনিটে। সাপ্তাহিক বন্ধের দিন রোববার।
চট্টগ্রাম মেইল (০২): ঢাকা থেকে ছাড়ে রাত ১০টা ৩০ মিনিটে এবং চট্টগাম রেলওয়ে স্টেশনে পৌঁছায় সকাল ৭টা ২৫ মিনিটে। সাপ্তাহিক বন্ধ নেই।
তূর্ণা এক্সপ্রেস (৭৪২): ঢাকা থেকে ছাড়ে রাত ১১টা ৩০ মিনিটে এবং চট্টগাম রেলওয়ে স্টেশনে পৌঁছায় সকাল ৬টা ২০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ নেই।
চট্টগ্রাম হতে সিলেট
পাহাড়ীকা এক্সপ্রেস (৭১৯): চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে সকাল ৯ টায় এবং সিলেটে পৌঁছায় বিকাল ৬ টায়। সাপ্তাহিক বন্ধের দিন সোমবার।
জালালাবাদ এক্সপ্রেস (১৩): চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে রাত ৮ টা ১৫ মিনিটে এবং সিলেট পৌঁছায় দুপুর ১১ টা ১৫ মিনিটে। সাপ্তাহিক বন্ধ নেই।
উদয়ন এক্সপ্রেস (৭২৯): চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে রাত ৯ টা ৪৫ মিনিটে এবং সিলেট পৌঁছায় সকাল ৬ টায়। সাপ্তাহিক বন্ধের দিন শনিবার।
চট্টগ্রাম থেকে চাঁদপুর
সাগরিকা এক্সপ্রেস (২৯): চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে সকাল ৭ টা ৪০ মিনিটে এবং চাঁদপুর পৌঁছায় দুপুর ১২ টা ৪৫ মিনিটে। সাপ্তাহিক বন্ধ নেই।
মেঘনা এক্সপ্রেস (৭২৯): চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে বিকাল ৫ টা ১৫ মিনিটে এবং চাঁদপুর পৌঁছায় রাত ৯ টা ২৫ মিনিটে। সাপ্তাহিক বন্ধ নেই।
চট্টগ্রাম থেকে ময়মনসিংহ
বিজয় এক্সপ্রেস (৭৮৫): চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে সকাল ৭ টা ২০ মিনিটে এবং ময়মনসিংহ পৌঁছায় বিকাল ৩ টা ৫৫ মিনিটে। সাপ্তাহিক বন্ধের দিন বুধবার।
ময়মনসিংহ এক্সপ্রেস (৩৭): চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে বিকাল ৩ টা ৩০ মিনিটে এবং বঙ্গবন্ধুসেতুতে (পূর্ব) পৌঁছায় রাত ৯ টা ২০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ নেই।
ময়মনসিংহ থেকে চট্টগ্রাম:
বিজয় এক্সপ্রেস- ময়মনসিংহ থেকে ছাড়বে রাত ৮টা ৩০ মিনিটে। চট্টগ্রাম পৌঁছাবে ভোর ৫ টা ৩০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার।
ময়মনসিংহ এক্সপ্রেস- ময়মনসিংহ থেকে ছাড়বে সকাল ৬টা ৪৫ মিনিটে। চট্টগ্রাম পৌঁছাবে রাত ৯ টা ৫ মিনিটে। সাপ্তাহিক বন্ধ নেই।
চট্টগ্রাম থেকে কুমিল্লা
লাকসাম কমিউটার (৭৯): চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে বিকাল ৫ টা ৩০ মিনিটে এবং কুমিল্লা পৌঁছায় রাত ৯ টা ০৫ মিনিটে। সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার।
চট্টগ্রাম থেকে নাজিরহাট
নাজিরহাট কমিউটার-৩: চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে সকাল ১১ টা ৩০ মিনিটে এবং নজিরহাট পৌঁছায় দুপুর ১ টা। সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার।
নাজিরহাট কমিউটার-১: চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে বিকাল ৬ টা ৪৫ মিনিটে এবং নজিরহাট পৌঁছায় রাত ৮ টা ২৫ মিনিটে। সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার।
চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় কমিউটার-১: চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে সকাল ৮ টা ৩০ মিনিটে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় ৯ টা ৪০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ নেই।
বিশ্ববিদ্যালয় কমিউটার-৩: চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে দুপুর ১ টা ৫০ মিনিটে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় ২ টা ৫০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ নেই।
তথ্যসূত্র: বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট
টাইমস/এনজে/এইচইউ