জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।
বুধবার (২০ আগস্ট) সকালে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।
এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আরো ১২ জন।
গত সোমবার সাক্ষ্য দেন আশুলিয়ায় মরদেহ পোড়ানো শহীদদের বাবা-ভাইসহ তিনজন। তারা তুলে ধরেন আন্দোলনে সংঘটিত নৃশংসতা।
এ ছাড়া ট্রাইব্যুনালে চানখাঁরপুলে ছয়জন হত্যা মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এ মামলায় এখন পর্যন্ত ৬ জন সাক্ষ্য দিয়েছেন।
এমআর/এসএন