রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগুন লেগেছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১৮ মিনিটের চেষ্টায় এদিন বিকেল ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে ১৮ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না, তবে কোনো হতাহত হয়নি।’
তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে ৫টি ইউনিট কাজ করেছে। যানজট এবং রাস্তা সরু হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়।
নজমুজ্জামান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। প্রকৃত কারণ পরবর্তী সময়ে জানতে পারব।
এর আগে, দুপুর ২টা ৩৭ মিনিটে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরে বিকেল ৩টার দিকে তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কেএন/এসএন