সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর পর বলিউডের মাদকযোগ নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ। সারা আলি খান, দীপিকা পাড়ুকোন-সহ বলিপাড়ার একাধিক তারকাকে জেরা করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেসময়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয় বিনোদুনিয়ায়। এবার সেই সংস্থার তরফেই মাদকবিরোধী প্রচারের মুখ হিসেবে দেখা গেল আলিয়া ভাটকে। অভিনেত্রীর ভিডিওবার্তা প্রকাশ্যে আসার পর থেকেই কটাক্ষের ঝড় নেটপাড়ায়। পালটা পদক্ষেপ করল এনসিবি-ও।
সম্প্রতি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর চণ্ডীগড় শাখা এক্স হ্যান্ডেলে আলিয়া ভাটের একটি ভিডিও শেয়ার করে মাদকবিরোধী ক্যাম্পেইনের জন্য। সেখানেই মাদকমুক্ত ভারতের ডাক দিয়ে অভিনেত্রীকে বলতে শোনা যায়, “মাদকাসক্তি আমাদের জীবন, সমাজ ও জাতির জন্য এক ভয়ঙ্কর সমস্যা। মাদককে না বলুন, আর আপনার জীবনকে বেছে নিন। আসুন আমরা মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযানে এনসিবিকে সমর্থন করি। ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে গিয়ে বা কিউআর কোড স্ক্যান করে মাদকের বিরুদ্ধে ই-শপথ নিতে পারেন এবং এভাবেই এনসিবির এই উদ্যোগে যোগ দিতে পারেন। জয় হিন্দ!”
আলিয়ার ভিডিও নেটভুবনে ছড়িয়ে পড়তেই একের পর এক কটাক্ষবাণ ধেয়ে আসে কাপুরবধূর দিকে। কেউ অভিনেত্রীকে আগে নিজের ঘর সামাল দেওয়ার নিদান দেন। কেউ বা আবার বলেন, ‘বলিউড মাদক নিয়ে সচেতনতা ছড়াচ্ছে, ভাবা যায়!’ কেউ কেউ বলিউড তারকাদের মাদকযোগের দাবিও তোলেন। এদিকে নেটভুবনে লাগাতার কটাক্ষ ধেয়ে আসায় পালটা পদক্ষেপ করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোও। ট্রোলের মুখে পড়ে আলিয়া ভাটের ভিডিওর কমেন্ট বক্স বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফে।
এফপি/টিএ