অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের মুখে পড়েছেন দক্ষিণ আফ্রিকার নতুন স্পিনার প্রেনেলান সুব্রায়েন। এখনও আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ না হলেও আইসিসির নিয়ম অনুযায়ী পরীক্ষা না হওয়া পর্যন্ত সিরিজের বাকি ম্যাচগুলোতে তাকে খেলাবে না প্রোটিয়ারা।
যদিও এখনও বোলিং নিষেধাজ্ঞায় পড়েননি সুব্রায়েন। কেয়ার্নসে মঙ্গলবার অনুষ্ঠিত ওয়ানডে তার আন্তর্জাতিক ক্যারিয়ারেরও মাত্র দ্বিতীয় ম্যাচ ছিল। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্টে ৪ উইকেট শিকার করেছিলেন। তবে এবার অস্ট্রেলিয়া-আফ্রিকা সিরিজে প্রথম ওয়ানডের দুই আম্পায়ার ক্রিস গ্যাফানি ও স্যাম নগাস্কির চোখে ধরা পড়েছে সুব্রায়েনের বোলিং অ্যাকশন। ম্যাচটিতে এই অফস্পিনার ১০ ওভারে ৪৬ রানের বিনিময়ে ১ উইকেট শিকার করেন।
ম্যাচ শেষেই ৩১ বছর বয়সী এই স্পিনারের বোলিং অ্যাকশন ‘রিপোর্টেড’ বলে জানান আম্পায়াররা। তবে সন্দেহ বা অভিযোগ উঠেছে মানে এখনই সুব্রায়েন সরাসরি বোলিং থেকে নিষিদ্ধ হননি। এখন তাকে বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। নিয়ম অনুযায়ী আইসিসির অনুমোদিত কোনো ল্যাবে ১৪ দিনের মধ্যে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে সুব্রায়েনকে। পরীক্ষার ফল না আসা পর্যন্ত তিনি বোলিং চালিয়ে যেতে পারবেন।
বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাশ করলে তো অভিযোগ উঠে গেল। তবে তাতে ব্যর্থ হলে বোলিংয়ে নিষিদ্ধ হবেন সুব্রায়েন। তখন অ্যাকশন শুধরে আবার পরীক্ষা দিয়ে উতরাতে পারলেই কেবল বোলিংয়ে ফিরতে পারবেন। এদিকে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রত্যাশা– ব্রিসবেনে ক্রিকেট অস্ট্রেলিয়ার ন্যাশনাল ক্রিকেট সেন্টারে তিনি পরীক্ষায় অংশ নেবেন। যেখানে এ বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ার বাঁ-হাতি স্পিনার ম্যাথু কুনেম্যানের বোলিং অ্যাকশন পরীক্ষা করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, বোলাররা বল করার সময় ১৫ ডিগ্রি পর্যন্ত কনুই ভাঁজ করার সুযোগ পান।
অ্যাকশনের পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত সুব্রায়েনকে খেলার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়ারা। কোচ শুকরি কনরাড বলেন, ‘নিয়ম অনুযায়ী পরীক্ষার আগে পর্যন্ত খেলতে কোনো বাধা নেই। তবে আমরা মনে করছি অপ্রয়োজনীয় আলোচনার বাইরে রেখে, তাকে জনসাধারণের নজর থেকে সরিয়ে এনে নিশ্চিত করা ভালো যে সে মানসিকভাবে ঠিক আছে এবং পরীক্ষার দিকেই মনোযোগী। প্রক্রিয়াটি হলো যত দ্রুত সম্ভব তাকে পরীক্ষা করানো। আমরা ব্রিসবেনে সেটা করার পরিকল্পনা করছি।’
চলমান ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। আগামীকাল (শুক্রবার) ম্যাকাইতে দ্বিতীয় ওয়ানডে এবং ২৪ আগস্ট তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে আফ্রিকা-অস্ট্রেলিয়া।
ইএ/এসএন