ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ মেটানো না হওয়া পর্যন্ত কোনো ভিসা ইস্যু করা হবে না। ভুয়া নথিপত্র দাখিল করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আবেদন প্রক্রিয়ায় সব তথ্য সঠিক ও স্বচ্ছভাবে দেওয়া আবশ্যক।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভিসাসংক্রান্ত এক ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস। ভিসা ইস্যুতে জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখার ক্ষেত্রে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন দূতাবাস।
দূতাবাস আরও সতর্ক করেছে, ভুয়া নথিপত্র দাখিল করা আবেদনকারীদের কোনো ভিসা দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দেশেও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সংস্থাটি সফরকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছে, আবেদন প্রক্রিয়ায় সব তথ্য সঠিকভাবে এবং স্বচ্ছভাবে প্রদান করা অত্যন্ত জরুরি।
ইএ/টিকে