ভারতের সব ধরনের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়েছে পাকিস্তান। নতুন সিদ্ধান্ত অনুসারে, আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে এ নিষেধাজ্ঞা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি (পিএএ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। এই নিষেধাজ্ঞা সব ধরনের সামরিক ও বেসামরিক উড়োজাহাজের ক্ষেত্রে কার্যকর থাকবে বলে পোস্টে উল্লেখ করা হয়।
পোস্টে বলা হয়, আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় ভারতের উড়োজাহাজ প্রবেশ গ্রহণযোগ্য হবে না। ভারতের মালিকানাধীন কিংবা লিজ নেওয়া এয়ারলাইন্সের সব ধরনের সামরিক ও বেসামরিক এয়ারক্রাফটের ওপর এই আদেশ কার্যকর থাকবে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে নতুন করে সংঘাত দেখা দেয়। সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করে ভারত। পাল্টা পদক্ষেপ হিসেবে গত ২৪ এপ্রিল সব ধরনের ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান।
আকাশসীমা নিষেধজ্ঞা জারির পর কয়েক দফায় এর মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান। এর আগের নোটিশে এই মেয়াদ ছিল ২২ আগস্ট পর্যন্ত। এবার ২৩ সেপ্টেম্বর পর্যন্ত করা হলো।
এদিকে ২৪ এপ্রিল পাকিস্তান নিষেধজ্ঞা জারির পর ৩০ এপ্রিল পাকিস্তান এবং পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে ভারত। ফলে দুই দেশের অনেক ফ্লাইটেরই দূরত্ব ও সময় বেড়ে গেছে।
ইউটি/টিএ