বিএনপি মহাসচিব জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সতর্কবার্তা দেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বিএনপির উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সম্মানে এ মতবিনিময় অনুষ্ঠান হয়।
তিনি বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ‘২৪ জুলাই-আগস্টের শহীদদের ত্যাগের স্মৃতি আমাদের মাথায় রাখতে হবে। আজ একটি প্রচ্ছন্ন প্রচেষ্টা চলছে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার, যার বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
ফখরুল আরও বলেন, দেশে এক ধরনের উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, যা বাংলাদেশের আত্মা ও অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। তিনি সবাইকে সতর্ক করেছেন, বিভাজনের রাজনীতি না করার এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য।
বিএনপি মহাসচিব আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে দেশের সমস্ত গণতান্ত্রিক কাঠামো ধ্বংস হয়েছে। দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে। প্রায় ৮৮ লাখ কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে।”
ফখরুল উল্লেখ করেন, দেশের স্বার্থে একটি অসাম্প্রদায়িক, সকলের জন্য সমানাধিকারপূর্ণ ‘রেইনবো রাষ্ট্র’ প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টসহ বিভিন্ন সম্প্রদায়ের নেতারা।
এসএস/টিএ