আদর্শ গৌরব এবার সত্যিই বিশ্ব মঞ্চে জায়গা করে নিলেন। বহুল আলোচিত এলিয়েন: আর্থ টেলিভিশন সিরিজে তার শক্তিশালী অভিনয় ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। কিংবদন্তি এলিয়েন ফ্র্যাঞ্চাইজির প্রথম টিভি সিরিজ এটি, যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে সুযোগ পেয়েছেন আদর্শ। উল্লেখযোগ্য বিষয় হলো, বহু তারকা সন্তানের ভিড় পেরিয়ে নিজের প্রতিভার জোরে তিনি এই চরিত্রে জায়গা করে নিয়েছেন।
খোলামেলা এক সাক্ষাৎকারে আদর্শ জানিয়েছেন, এখানে পৌঁছানো সহজ ছিল না। অসংখ্যবার অডিশন দিতে হয়েছে, পেতে হয়েছে প্রত্যাখ্যানের তিক্ত অভিজ্ঞতা। তবুও তিনি হাল ছাড়েননি। চরিত্রকে জীবন্ত করতে তিনি এমনকি পার্কে শিশুদের আচরণ পর্যবেক্ষণ করেছেন, অনলাইনে তাদের নানা ভঙ্গি খেয়াল করেছেন, যেন নিজের চরিত্রে আরও বাস্তবতা যোগ করতে পারেন।
আন্তর্জাতিক তারকাসমৃদ্ধ এই সিরিজে তার সহশিল্পীদের মধ্যে রয়েছেন সিডনি চ্যান্ডলার, অ্যালেক্স ল্যাদার, এসি ডেভিস, বাবু সিসে, স্যামুয়েল ব্লেনকিন ও টিমোথি অলিফ্যান্ট। এত বৈচিত্র্যময় সংস্কৃতি ও দেশের শিল্পীদের সঙ্গে কাজ করা আদর্শের জন্য ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। তার ভাষায়, এটি ছিল “সম্পূর্ণ এক উপহার,” যা তাকে শিল্পী হিসেবে আরও সমৃদ্ধ করেছে।
এলিয়েন: আর্থ–এর মাধ্যমে আদর্শ গৌরব শুধু হলিউডে নিজের অবস্থানই শক্ত করলেন না, বরং প্রমাণ করলেন প্রতিভার সামনে নেপোটিজম কোনো বাধা নয়। এই সাফল্য তাকে নতুন এক উচ্চতায় পৌঁছে দিয়েছে, যেখানে ভারতীয় অভিনেতাদের জন্যও খুলে যাচ্ছে বৈশ্বিক দিগন্ত।
এফপি/ এস এন