ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে অনলাইনে প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. আবিদুল ইসলাম খান।
শুক্রবার (২২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
আবিদুল ইসলাম বলেন, ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে অনলাইনে প্রোপাগান্ডা চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, পেছনে থেকে অপপ্রচার অসুস্থ মানসিকতার পরিচায়ক। রাজনীতির মাঠে এসে প্রতিপক্ষকে প্রকাশ্যে রাজনৈতিকভাবে মোকাবিলা করুন।
এসময় জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে নির্বাচিত হলে শিক্ষার্থী সব সমস্যা সমাধানের আশ্বাস দেন আবিদুল ইসলাম।
এদিকে শুক্রবার সকালে ডাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকায় বাদপড়া প্রার্থীরা আপিল করেছেন। প্রার্থীদের অভিযোগ, সব তথ্য ঠিক থাকার পরও উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে চিফ রিটার্নিং অফিসার বলছেন, প্রার্থী তালিকা থেকে বাদপড়া আপিলকারীদের তথ্য পুনরায় যাচাই-বাছাই করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। এবং আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন।