ভারতীয় পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার মুক্তির পর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। ট্রেলারের একটি দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে, যেখানে একটি শিশু তার নাম 'তৈমুর' বলছে।
এই দৃশ্যকে অনেকেই বলিউড অভিনেতা সাইফ আলি খান ও কারিনা কাপুরের ছেলে তৈমুর আলি খানকে কটাক্ষ হিসেবে দেখছেন। এই বিতর্কের জবাবে অবশেষে মুখ খুলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক অগ্নিহোত্রী এই প্রসঙ্গে বলেন, ‘আমার ছবির ট্রেলারে আমি সাইফ বা কারিনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাইনি। তৈমুর নামটা শুধু তাদের ছেলের নয়, বিশ্বে বহু মানুষের এই নাম আছে। আমি শুধু একটি ঐতিহাসিক সত্য তুলে ধরতে চেয়েছি। আমার মনে হয়, কোনো ভারতীয়র তার সন্তানের নাম তৈমুর রাখা উচিত নয়।’
এর কারণ হিসেবে তিনি বলেন, ‘তাসখন্দ ফাইলস’-এর শুটিংয়ের সময় আমি সমরকন্দে তৈমুরের স্মৃতিসৌধে গিয়েছিলাম। সেখানে লেখা ছিল ‘তিনি বিশ্বের সবচেয়ে ধনী সাম্রাজ্য—দিল্লির সাম্রাজ্য জয় করেন’। ইতিহাস বলে, ক্ষমতার লোভে তৈমুর ব্যাপক হত্যালীলা ও ধর্ষণ চালিয়েছিল। তাই তিনি মহান হতে পারেন, কিন্তু আমার কাছে তিনি নন।’
সাইফ ও কারিনার প্রথম সন্তানের নামকরণের পর থেকেই এই নামটি নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি হয়েছে। যদিও এই তারকা দম্পতি বারবার জানিয়েছেন যে, তারা নামটি একটি ঐতিহাসিক চরিত্র থেকে প্রভাবিত হয়ে নয়, বরং এর অর্থ (লোহা) পছন্দ করে রেখেছিলেন।
তবে বিবেকের এই মন্তব্যের পর আবারও নতুন করে বিতর্ক উসকে উঠেছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, বিবেক প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সাইফ-কারিনাকেই আক্রমণ করেছেন।
এসএন