লোকেশ কানাগারাজের ‘কুলি’ সিনেমা মুক্তির আগেই কোলিভুডে আলোড়ন সৃষ্টি করেছিল। বিশেষ করে বিজয় অভিনীত এই ছবি ১০০০ কোটি রুপির ঘরের প্রথম তামিল ছবি হওয়ার সম্ভাবনা নিয়ে বড় আশা জাগিয়েছিল। তবে মুক্তির এক সপ্তাহ পরেও ছবিটি ৫০০ কোটি ছাড়াতে পারল না। বিশাল বাজেট, তারকা ছড়ানো কাস্ট এবং প্রচারণার পরেও দর্শক সমালোচনা ও কম আগ্রহ সিনেমার পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে।
কোলিভুডের কাছে ‘কুলি’ ছিল স্বর্ণ সুযোগ—একদিকে সুপারস্টার বিজয়, অন্যদিকে প্রসিদ্ধ পরিচালক লোকেশ কানাগারাজ। কিন্তু ছবির ব্যর্থতার ফলে ১০০০ কোটি টাকার স্বপ্ন পূরণ হয়নি। পরবর্তী চলচ্চিত্র ‘জননায়ক’, যার পরিচালনা করছেন বিনথ, ইতিমধ্যেই দর্শকের মধ্যে সংশয় সৃষ্টি করেছে। পরিচালক ও সিনেমার বাজার ক্ষমতার সীমাবদ্ধতা এবং বিজয়ের রাজনৈতিক ব্যস্ততা সিনেমাটিকে প্রেক্ষাগৃহে সীমিত রাখতে পারে।
এখন কোলিভুডের দৃষ্টি অপেক্ষিত ব্লকবাস্টার সিনেমাগুলোর দিকে। ২০২৬ সালে মুক্তি পাওয়া ‘জেলার ২’ বা কামল হোসেনের ‘ইন্ডিয়ান ৩’ এই ঘরফিল পূরণের সম্ভাবনা রাখে, যদিও তার প্রকাশের দিন এখনও নিশ্চিত নয়। এদিকে, অজিত ক্রমাগত ব্যর্থতার পর ধীরে কাজ করছেন, ফলে কোলিভুডের ১০০০ কোটি রুপির প্রথম মাইলফলক অর্জন আরও দূরের গল্প হয়ে দেখা দিয়েছে।
এসএন