বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা ফের খোলামেলা স্বীকারোক্তিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন স্বামী আরবাজ খান–এর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে অকপটে বললেন তিনি সুখী ছিলেন না সেই সম্পর্কে।
মালাইকার ভাষায়, “আমার বিয়েটা যদি টিকে যেত, ভালো লাগত… কিন্তু আমি সেই সম্পর্কে সুখী ছিলাম না।” তিনি জানান, ভালোবাসায় তাঁর বিশ্বাস অটুট থাকলেও দাম্পত্য টেকেনি, কারণ দীর্ঘদিন ধরে মানসিক শান্তি পাননি। একসময় দু’জনেই বুঝতে পেরেছিলেন, এই সম্পর্ক আর এগোচ্ছে না।
১৯৯৮ সালে মালাইকা–আরবাজের বিয়ে হয়। দীর্ঘ প্রায় দুই দশক একসঙ্গে থাকার পর ২০১৬ সালে বিচ্ছেদ হয় তাদের। ২২ বছর বয়সী ছেলে আরহানের বাবা-মা হিসেবে সম্পর্ক এখনো বজায় রেখেছেন দু’জন। তবে দাম্পত্যের টানাপোড়েন ছিল বহুদিনের।
নিজের সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়লেও মালাইকা অনড় ছিলেন। তাঁর স্পষ্ট কথা, “হয়তো অনেকে আমাকে স্বার্থপর ভাববে, কিন্তু মানসিক শান্তির জন্য সেই সিদ্ধান্তই প্রয়োজন ছিল। আমার ছেলে আজ শান্তিতে আছে, আমিও ভালো আছি।”
বর্তমানে নতুন করে বাবা হতে যাচ্ছেন আরবাজ খান। অন্যদিকে মালাইকা নিজের জীবন ও পরিচয়কে নতুনভাবে এগিয়ে নিচ্ছেন।
ইউটি/টিকে