ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, আমরা জনগণের জন্য রাজনীতি করি। যদি জনগণের জন্য রাজনীতি করতে নাই পারি তাহলে দল করে আমাদের কী লাভ। জনগণ যেদিকে চায় আমরা সেই দিকে থাকব।
শনিবার বিকেলে রাজধানী উত্তরায় খালপাড় এলাকায় ঢাকা মহানগর উত্তরের ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ড নিয়ে ঢাকা ১৮ আসন বহাল রাখার দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোস্তফা জামান বলেন, তারেক রহমান বলেছেন, ‘প্রান্তিক জনগণের কাছে যেতে হবে। জনগণ যেটা চায় সেটাই হবে।’ আমি কথা দিচ্ছি মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে ঢাকা ১৮ আসন কোনো কিছু নরচড় হতে দেব না। সরকারের মধ্যে একটি শক্তি চেয়েছিল আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে। আমরা সে সকল ব্যক্তিকে দেখিয়ে দিতে চাই যে আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি।
তিনি বলেন, মিরপুর থেকে আমরা উত্তরায় চলে এসেছি। আমাদের আবার মিরপুরে দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই প্রোগ্রামে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে জানান দিয়েছে তারা সরকারের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। এই উপস্থিতি বলে দেয় সরকার ভুল সিদ্ধান্ত নিয়েছে।
বিএনপির তুরাগ থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন ও মো. আফাজ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করে তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম।