ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি এই প্রথম মেরিল–প্রথম আলো তারকা জরিপে সেরা নাট্য অভিনেতার পুরস্কার পান। এর পর থেকে তার কাছের বন্ধুরা তার কাছে পার্টির আবদার করে।
এই তালিকায় ছিলেন পরিচালক মোস্তফা কামাল রাজ, অভিনেতা চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সিয়াম আহমেদ, ফারহান আহমেদ জোভানরা। সবশেষে উপস্থিত হন চঞ্চল চৌধুরী। তাদের আড্ডায় অভিনেতা চঞ্চল তৌসিফের কাছে জানতে চান সম্মানজনক পুরস্কারটি কাকে উৎসর্গ করেছে? তৌসিফকে অনুপ্রাণিত করেন শাকিব খান। তাই পুরস্কারটি শাকিব খানকে উৎসর্গ করেছেন তৌসিফ।
এরপর চঞ্চল চৌধুরী তৌসিফদের বলেন, ‘তাহলে চল শাকিব খানের সঙ্গেই বসা যাক।’ যে কথা সেই কাজ। চঞ্চল চৌধুরীর কথা শুনে শাকিব খান আর না করতে পারেননি, বরং আগ্রহ নিয়েই শাকিব তাদের আসতে বলেন। দেরি না করে তারা শাকিবের বাসায় চলে যান। এর পরেই জমে ওঠে আড্ডা। তখন মনে হচ্ছিল হয়তো কিছু সময়ের জন্য তারা এসেছেন। ‘আমাদের মতো তরুণদের শাকিব খান দারুণভাবে স্বাগত জানিয়েছেন। সেদিনই বুঝতে পেরেছি শাকিব খান কেমন মানুষ। সিনেমার মতোই দীর্ঘ সময় তার কথা মনোযোগ ধরে রাখে,’ বলেন তৌসিফ।
একটি সংবাদ মাধ্যমসূত্রে জানা যায়, অল্প সময়েই আলোচিত এই তরুণ ও অভিজ্ঞ তারকাদের আড্ডা জমে যায়। শুরুতে নাটক–সিনেমা নিয়ে কথা হয়। আড্ডার ফাঁকে পারিবারিক ব্যস্ততা থাকায় প্রথমে জোভান আহমেদ, পরে সিয়াম ও রাজ চলে আসেন। এরপরে রাত ১২টা থেকে চঞ্চল চৌধুরী, মোস্তফা কামাল রাজ ও তৌসিফদের আড্ডা জমে ওঠে ভোর ৬টা পর্যন্ত।
‘একটা মানুষকে সহজে চেনা যায় না। আমরা দূর থেকে যেভাবে শাকিব ভাইকে দেখি, সেখান থেকে ব্যক্তি শাকিব খান আরেক মানুষ। আমাদের তিনি এতটা সময় দিলেন, বলা যায় মিডিয়া নিয়ে যে অভিজ্ঞতার শিক্ষা দিলেন, সেটা আমরা এই দীর্ঘ ক্যারিয়ারেও পাইনি। এই শিক্ষা আমাদের সামনে সহায়তা করবে। তিনি কেন ইন্ডাস্ট্রির শীর্ষ নায়ক, সেদিনই বুঝতে পেরেছিলাম,’ কথাগুলো বলেছিলেন তৌসিফ।
এফপি/ টিএ