যতদিন যাচ্ছে, শাহরুখ যেন জওয়ান হয়ে উঠছেন। নাহ, শুধুই ছবির নাম নয়, তাঁর চলনে, বলনে, পোশাক, সাজ-গোজে যেন আঠাশের যুবক। নানা সার্জারি, ব্যথা ভুলে একেবারে পেটানো বেতের মতো চেহারা। শরীরে মেদ তো দূরের কথা, শরীরে পেশির খাঁজে এখনও চ্যালেঞ্জ ছুঁড়তে পারেন, হালের উঠতি নায়কদের। কিন্ত সম্প্রতি ছেলে আরিয়ানের সিরিজের প্রচারে এসে শাহরুখ দেখালেন অন্য চমক। যা কিনা নজরে পড়ল তাঁর অনুরাগীদের। আর তারপর থেকেই বলিউড গুঞ্জন, শাহরুখ কি ফেসলিফট করিয়েছেন? নিজেকে জওয়ান দেখাতে চেহারায় ছুঁড়ি কাঁচি চালিয়েছেন!
![]()

কালো সুটে ছেলের নতুন ছবি দ্য বা**র্ডস অফ বলিউড-এর প্রচারে হাজির হয়েছিলেন শাহরুখ। ছেলের পাশে দাঁড়াতেই অনুরাগীরা হঠাৎই লক্ষ্য করলেন, আগের থেকে শাহরুখ মুখের মেদ একেবারে গায়েব। তাঁর চোয়াল একেবারেই সুস্পষ্ট। এমনকী, নাকটি আগের তুলনায় অনেকটাই টিকালো! শাহরুখকে দেখে বোঝা দায় তাঁর বয়স ৫৯! তারপর থেকেই গুঞ্জন শুরু, শাহরুখ নাকি ফেসলিফট করিয়েছেন। এমনকী, রটেছে কয়েকদিন আগে যে চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছিলেন তা নাকি আসলে প্লাসটিক সার্জারির জন্য। নাহলে জওয়ান ছবির সময় শাহরুখের বলিরেখা মুখ, মেদ ভরা মুখ, রাতারাতি চিকন হয়ে গেল!
তবে এসব নিয়ে শাহরুখের তরফ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। অনেকে মনে করছেন, কিং ছবির জন্য়ই হয়তো শাহরুখ নিজের এমন মেকওভার করেছেন।
এমকে/এসএন