দক্ষিণ ভারতীয় সুপারস্টার থালাপথি বিজয় আবারও দেখিয়েছেন নিজের চমকপ্রদ জনপ্রিয়তা। সম্প্রতি মদুরাই র্যালি-তে লাখো ভক্ত তাকে এবং তার রাজনৈতিক দল টিভিকে (TVK)-কে সমর্থন জানাতে উপস্থিত হন।
রেকর্ডসংখ্যক মানুষের সমাগমে বিজয় নিজেই একটি সেলফি ভিডিও ধারণ করে তা ইনস্টাগ্রামে শেয়ার করেন। পোস্টটি ইতিহাস সৃষ্টি করেছে—১০ মিলিয়নের বেশি লাইক পেয়ে এটি হয়ে উঠেছে দক্ষিণ ভারতীয় অভিনেতাদের মধ্যে সর্বাধিক লাইকপ্রাপ্ত পোস্ট।
সিনেমার জগতেও বিজয়ের ব্যস্ততা কমেনি। তিনি বর্তমানে জানা নায়কান ছবির কাজ শেষ করছেন। পাশাপাশি তিনি ২০২৬ সালের তামিলনাড়ু নির্বাচন-কে কেন্দ্র করে রাজনীতির প্রস্তুতিতেও তৎপর। এত ব্যাপক ভক্ত সমর্থনের মধ্য দিয়ে বিজয় দ্রুত রাজ্য রাজনীতিতে শক্তিশালী প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন।
এমকে/এসএন