ইউটিউবার ও অভিনেতা প্রত্যয় হিরণ সোমবার (২৫ আগস্ট) তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন,
"ডিবি আমাকে হুদাই ৩২ টা দিন ভিতরে রাখে নাই। আজকে বাপ পোলা একসাথে ভিতরে। আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয়।"
এর আগের দিন, রোববার (২৪ আগস্ট), বরিশালে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে জুলাই গণহত্যা মামলার এক নম্বর আসামি ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে।
এ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী।
টিকে/